কলকাতা: আইপিএল-এর আগে বিধ্বংসী ব্যাটিং ঋদ্ধিমান সাহার। আজ জে সি মুখার্জি ট্রফির ম্যাচে মোহনবাগানের হয়ে বিএনআর রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে মাত্র ২০ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন ঋদ্ধিমান। তাঁর ইনিংসে ছিল ১৪টি ছক্কা ও চারটি বাউন্ডারি। এই ইনিংসের সুবাদে ১০ উইকেটে জয় পায় মোহনবাগান।
এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫১ রান করে বিএনআর। মাত্র সাত ওভারেই সেই রান টপকে যান ঋদ্ধিমানরা। ভারতের টেস্ট দলের এই উইকেটকিপার-ব্যাটসম্যান সপ্তম ওভারে ৬টি ছক্কা মারেন। শুভময় দাস ২২ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন।
এবারের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন ঋদ্ধিমান। তার আগে এই ইনিংসের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন, হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠেছেন এবং ব্যাটিংয়ের ছন্দ ফিরে পেয়েছেন। তাঁর এই ইনিংস দেখে সানরাইজার্স হায়দরাবাদ টিম ম্যানেজমেন্টও খুশি হবে।
এক ওভারে ৬ ছক্কা, জে সি মুখার্জি ট্রফিতে ২০ বলে ১০২ রান ঋদ্ধিমানের
Web Desk, ABP Ananda
Updated at:
24 Mar 2018 04:28 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -