সাউদাম্পটন: পঞ্চম দিনের খেলার শেষে আর অশ্বিন ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে বলছিলেন, 'আমাদের ধারণা ৯৮ ওভার ম্যাচের ফয়সালা হওয়ার ব্যাপারে একটু কম সময়, দেখা যাক।'


অঙ্ক বলছে, পঞ্চম দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসে স্কোর ৬৪/২ এবং নিউজ়িল্যান্ডের চেয়ে ৩২ রানে এগিয়ে বিরাট কোহলিরা। ক্রিজে আছেন চেতেশ্বর পূজারা (১২) ও বিরাট কোহলি (৮)। উইকেটে দুর্দান্ত কিছু স্যুইং বা স্পিন হচ্ছে না। অশ্বিনেরও মনে হচ্ছে, ফয়সালা হওয়া কঠিন। তবে কথাতেই আছে, ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। কে বলতে পারে, ভারত ৪০ ওভার ব্যাট করে নিউজ়িল্যান্ডের সামনে আড়াইশো-পৌনে তিনশো রানের লক্ষ্যমাত্রা দিয়ে ইনিংস ডিক্লেয়ার করে দিল না! টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে ৫০ ওভারে তিনশো তাড়া করতে হলেও কিউয়িরা যে ঝুঁকি নেবে না, সে কথাও হলফ করে বলা যায় না। বৃষ্টির জন্য প্রায় তিনদিনের খেলা নষ্ট হওয়ায় ভারত-নিউজ়িল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল গড়িয়েছে রিজার্ভ ডে-তে। শেষ দিন টাইটানিকের শহরে কোনও নাটকীয় ক্রিকেটীয় চিত্রনাট্য লুকিয়ে আছে কি না, তা সময়ই বলবে।


খাতায়-কলমে অবশ্য ম্যাচ ড্রয়ের দিকেই এগচ্ছে। এখান থেকে অলৌকিক কোনও কাণ্ড ঘটে ফয়সালা হয়ে গেলেও দু'দলের সম্ভাবনা পঞ্চাশ-পঞ্চাশ।


মঙ্গলবার ম্য়াচের পঞ্চম দিনও বাদ সেধেছিল বৃষ্টি। যে কারণে এদিনও দেরিতে শুরু হয় খেলা। তবে পরের দিকে রোদ ঝলমলে আকাশ দেখা যায় সাউদাম্পটনে। সেই সঙ্গে ভারতীয় শিবিরেও যেন ফেরে আলো। ভারতীয় বোলারদের দাপটে নিউজ়িল্যান্ড অলআউট হয়ে যায় ২৪৯ রানে। একটা সময় মনে হচ্ছিল বড় রানের লিড নেবে নিউজ়িল্যান্ড। তবে মাত্র ৩২ রানের লিড নিয়েই থেমে যায় কিউয়িদের ইনিংস।


আর ভারতের হয়ে বল হাতে প্রত্যাঘাতে নেতৃত্ব দেন মহম্মদ শামি। বাংলার পেসার তুলে নেন চার উইকেট। তাঁর শিকারের ঝুলিতে রস টেলর, বি জে ওয়াটলিং, কলিন ডি'গ্র্যান্ডহোম ও কাইল জেমিসন। তিন উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা। দুই উইকেট আর অশ্বিনের। এক উইকেট রবীন্দ্র জাডেজার।






 

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে শুভমন গিল (৮) ও রোহিত শর্মার (৩০) উইকেট হারিয়েছে ভারত। দুটি উইকেটই নিয়েছেন সাউদি।