মুম্বই: বর্তমানে রমরমিয়ে চলছে আইপিএলের আসর। তবে এই মেগা টুর্নামেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় তারকাদের ফোকাস সম্পূর্ণ বদলে যাবে। কারণ টি-টোয়েন্টির মারকাটারি ক্রিকেটের পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC 2023 Final) খেলতে নামবে ভারতীয় দল। ৭ জুন থেকে ১১ জুন ইংল্যান্ডের ওভালে সেই ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় দল। তবে খেতাবি লড়াইয়ের আগে এতদূর পর্যন্ত পৌঁছনোর জন্য দলের লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের বিষয়ে কথা বলতে গিয়ে বিসিসিআইয়ের শেয়ার করা এক ভিডিওতে রোহিত বলেন, 'সাউদাম্পটনে (২০২১ সালের) টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর পরবর্তী সাইকেলের জন্য আমাদের দ্রুত প্রস্তুত হতে হয়েছিল। আমার মনে হয় ওই সার্কেলে আমরা বেশ ভাল ক্রিকেট খেলেছিলাম। অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল আমাদের। সেখান থেকে চটজলদি নিজেদের সামলে নেওয়াটা কিন্তু একেবারেই সহজ ছিল না। এর জন্য আমাদের এক-আধজনের নয়, সকলরেই দৃঢ় মানসিকতার প্রয়োজন ছিল।'


'এই সাইকেলটা দুই বছর ধরে আয়োজিত হয়েছে। এই সময়ে অনেক খেলোয়াড় আমাদের হয়ে মাঠে নেমেছে এবং সকলেই আমাদের প্রত্যাশা অনুযায়ী নিজেদের সেরাটা দিয়েছে।' যোগ করেন রোহিত। গতবারের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলকে ফাইনালে পরাজিত হতে হয়েছিল। এ বার সেই হতাশা দূর করার লক্ষ্যে মাঠে নামবে টিম ইন্ডিয়া। অবশ্য যশপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল, তিন তারকাকে এই ম্যাচে পাবে না ভারতীয় দল।


তবে এই ত্রয়ীর অবদান যে ভোলার নয়, সেকথা কিন্তু মনে করিয়ে দিতে ভোলেননি চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। তিনি বলেন, 'দলের এই সাফল্যে অনেকের অবদান রয়েছে। তাদের মধ্য অনেকেই এই দলে নেই, কিন্তু তাদের অবদান ভোলার মতো নয়। দলগতভাবে আমরা দারুণ পারফর্ম করেছি। ম্যানেজমেন্ট, অধিনায়ক সকলেই ওভালে এই ম্যাচের জন্য মুখিয়ে রয়েছে। ইংল্যান্ডের মাঠে কিন্তু আমাদের বেশ ভাল স্মৃতি রয়েছে। ভারতীয় দলের বিগত দুই বছরের পারফরম্যান্স কিন্তু খুবই ভাল।'


বর্তমানে টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই সাইকেলে ভারত ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। দুই সাইকেল মিলিয়ে মোট ৩৬ ম্যাচের ২২টিতেই জিতেছে ভারত। তবে গতবার ফাইনালে উঠেও খেতাব হাতছাড়া হয়েছিল, এবার রোহিতের নেতৃত্বাধীন দল সেই হতাশা দূর করতে পারবেন কি না, সেটাই দেখার বিষয়।


আরও পড়ুন: কাজের জায়গায় সুখবর পেতে পারেন কারা ? কেমন যাবে আজকের দিন ?