সাউদাম্পটন: বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চতুর্থ দিনের খেলাও। ভারতের প্রথম ইনিংসে তোলা ২১৭ রানের জবাবে নিউজ়িল্যান্ডের স্কোর ২ উইকেটে ১০১। কাল, মঙ্গলবার ম্যাচের পঞ্চম দিন। রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে বুধবার। তবে দুদিন পুরো সময় খেলা হলেও ম্যাচের ফলাফল হবে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি বিরাট কোহলি, কেন উইলিয়ামসনরাও হয়তো প্রার্থনা করছেন, রেইন রেইন গো অ্যাওয়ে...


আইসিসির ফাইনাল ম্যাচ আয়োজনের সময়কে কটাক্ষ করেছেন বীরেন্দ্র সহবাগ। তিনি ট্যুইট করেছেন, 'ব্যাটসম্যানরা ঠিকমতো টাইমিং পেল না, আইসিসিও পেল না।' মন্টি পানেসরের মতো ইংল্য়ান্ডের প্রাক্তন ক্রিকেটারের মতে, এই সময়ে ইংল্যান্ডে বৃষ্টি খুব স্বাভাবিক ঘটনা। সেটা জেনেও কেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ডে করা হল!


ভারত বনাম নিউজ়িল্যান্ড টেস্ট ফাইনালের প্রথম দিনের খেলাও বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। এক বলও খেলা হয়নি। দ্বিতীয় দিন খেলা শুরু হলেও বৃষ্টি ও কম আলোর জন্য বারবার ম্য়াচ বন্ধ করতে হয়েছে। তৃতীয় দিনও বাদ সেধেছে বৃষ্টি। চতুর্থ দিন এক বলও খেলা হল না। মঙ্গলবার ও বুধবার অর্থাৎ ম্যাচের পঞ্চম দিন ও রিজার্ভ ডে-তে পুরো খেলা হলেও ফয়সালা কতটা হবে, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।


সোমবার বৃষ্টির পূর্বাভাস ছিলই। বৃষ্টির কারণে দিনের প্রথম এবং তৃতীয় সেশন ভেস্তে যাওয়ার আশঙ্কা ছিল। দ্বিতীয় সেশনেও আকাশ মেঘলা থাকার কথা ছিল। সকাল এবং সন্ধেবেলা বৃষ্টির সম্ভাবনা ছিল। সেই পূর্বাভাসই মিলে গিয়েছে। ম্যাচ অফিসিয়ালরা তবু অপেক্ষা করেছিলেন। লাভ হয়নি। ম্য়াচ শুরু করা যায়নি।


কাইল জেমিসনের পাঁচ উইকেটের পর নিউজ়িল্যান্ড দলের ওপেনার ডেভন কনওয়ের হাফসেঞ্চুরির সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিরুদ্ধে তৃতীয় দিন যথেষ্ট ভালো জায়গাতেই ছিল কিউয়িরা। নিউজ়িল্যান্ড বোলারদের মতো ভারতীয় পেসাররা সেভাবে এই উইকেট থেকে সুইং পাননি।