সিডনি: আইপিএল এখনও শেষ হয়নি। কিন্তু এরমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দামামা বেজে গিয়েছে। বিরাট সহ ভারতীয় দলের অনেক সদস্য পৌঁছে গিয়েছেন ইংল্য়ান্ডে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী ৭ জুন থেকে ওভালে খেলতে নামবে ভারত। নিঃসন্দেহে ইংল্যান্ডের পিচ ও সেখানকার আবহাওয়ায় অজি পেসারদের সামলানো কিন্তু কিছুটা চ্য়ালেঞ্জের সমান হতে চলেছে রোহিত, রাহানেদের জন্য। কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডরা তো আছেনই, সঙ্গে যোগ দিয়েছে কাউন্টি ও ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করা মাইকেল নেসেরকেও দলে অন্তর্ভূক্ত করেছেঅজি টিম ম্য়ানেজমেন্ট। বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক রিকি পন্টিং মনে করেন ইংল্য়ান্ডের আবহাওয়া ও পরিবেশে ভারতীয় ব্যাটিংকে সামলানোর জন্য একেবারে উপযুক্ত বোলার হতে পারেন নেসের।


কী বলছেন পন্টিং?


প্রাক্তন অজি অধিনায়ক বলেন, ''ইংল্যান্ডের উইকেটে, সেখানকার পরিবেশের জন্য মাইকেল নেসের একদম সঠিক ব্যক্তি। ও কেমন পারফর্ম করতে পারে, তা আমরা দেখেছি কাউন্টি ক্রিকেটে। শুরুর দিকে এই স্কোয়াডে ওকে নেওয়া হয়নি। কোথাও একটা দূর্ভাগ্য ছিল নেসেরের। কিন্তু আমি মনে করি ভারতীয় দলের বিরুদ্ধে ও খেললে বল হাতে প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারবে।'' ব্যাটের হাতও নেসের ভাল। সেই প্রসঙ্গ টেনে এনে পন্টিং বলেন, ''নেসের ভীষণ স্কিলফুল বোলার। ব্যাটের হাতও ভাল ওর। কাউন্টিতে শেষ ম্যাচে একটা সেঞ্চুরিও করেছে।''


এদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের মহড়ায় নেমে পড়ল ভারতীয় দল। আইপিএল চলছে। এখনও কোয়ালিফায়ার টু এবং ফাইনাল বাকি। তাই অধিনায়ক রোহিত শর্মা, শুভমন গিলরা এখনও ইংল্যান্ডে পৌঁছতে পারেননি। আইপিএল মিটলে তবেই জাতীয় শিবিরে যোগ দেবেন তাঁরা। তবে যাঁরা ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন, সেই উমেশ যাদব, শার্দুল ঠাকুররা প্রস্তুতিতে নেমে পড়েছেন। হেড কোচ রাহুল দ্রাবিড়, সহকারী কোচ বিক্রম রাঠৌর, পরশ মামব্রেরাও পৌঁছে গিয়েছেন। তাঁদের তত্ত্বাবধানে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।


টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য় চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের বাকি ক্রিকেটাররাও আইপিএলের পরই উড়ে যাবেন লন্ডন। আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হতে চলা ম্যাচের দিকেই তাকিয়ে থাকবে গোটা ক্রিকেট বিশ্ব। তালিকায় রয়েছেন রবি শাস্ত্রীও। গতবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যখন ভারত খেলেছিল, তখন টিম ইন্ডিয়ার কোচ ছিলেন তিনি। এবার অবশ্য কোচের হটসিটে রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন রোহিত শর্মা। শাস্ত্রী অবশ্য ২ দল মিলিয়ে তাঁর পছন্দের একাদশ বেছে নিয়েছেন। কারা কারা রয়েছেন শাস্ত্রীর একাদশে?