কলকাতা: ৮০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়। ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কতা। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলির উপর দিয়ে বইতে পারে ঝড়। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।




 



আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, আজও জেলায় জেলায় নামবে বৃষ্টি বইবে ঝোড়ো হাওয়া। শনিবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম কিছুটা থাকবে। বিকেল বা সন্ধে থেকে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে। শনিবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে।




 



আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলাতে হালকা বৃষ্টি চলবে। আজ তিনটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।  উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা (North Bengal Rain Forecast)। পাশাপাশি শুধু আজই নয়, আগামী শনিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টির পরিস্থিতি।উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ও কাল বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং সহ পার্বত্য এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ জুড়েই ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস।


আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?


দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।   
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।  
কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ সেলসিয়াস।


জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।  



আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?


বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
 নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।