দক্ষিণ ২৪ পরগনা: ফের রেল দুর্ঘটনা (  Rail Accident)। এবার বারুইপুরে লাইনচ্যুত হল মালগাড়ি। বারুইপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত মালগাড়ি বারুইপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে বন্ধ ট্রেন চলাচল।


চলতি মাসেই একাধিকবার রেল দুর্ঘটনা


প্রসঙ্গত, গতবছরের শেষ থেকে চলতি বছরের মে মাস অবধি কম রেল দুর্ঘটনা ঘটেনি। বাইশের নভেম্বরে পাশাপাশি দুটি লোকাল ট্রেনের ধাক্কা লেগেছিল। যার মধ্যে একটি ছিল যাত্রী বোঝাই। চলতি বছরের এই মে মাসেই বর্ধমানের শক্তিগড় স্টেশনে লোকাল ও মালগাড়ির সংঘর্ষের জেরে হাওড়া-বর্ধমান মেইন ও কর্ড লাইনে ব্যাহত হয়েছিল ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছিল হাওড়ামুখী একাধিক দূরপাল্লার ট্রেন। শুধু তাই নয়, শক্তিগড়ে ট্রেন দুর্ঘটনার জেরে আপ-ডাউন মিলিয়ে ৯টি ট্রেন বাতিল করা হয়েছিল। 


বিপদ এড়ানোর উদাহরণও রয়েছে


তবে বিপদ এড়ানোর উদাহরণও রয়েছে। সম্প্রতি বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচে যায় হাওড়া (Howrah)-পুরী (Puri) সুপারফাস্ট এক্সপ্রেস (Superfast Express)। পশ্চিম মেদিনীপুরের নেকুড়সেনি স্টেশনে ঢোকার আগে পুরীগামী চলন্ত ট্রেনের কাপলিং খুলে গিয়েই বিভ্রাট হয়। দুটি বগি নিয়ে এগিয়ে যায় ইঞ্জিন। রাত ১টা ৫ মিনিটে দুর্ঘটনা ঘটেছিল। সেইসময় ঘুমিয়ে ছিলেন যাত্রীরা। টের পেতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।    মেরামতি না হওয়ায়, খুলে যাওয়া বগিদুটি থেকে যাত্রীদের নামিয়ে নতুন বগি আনা হয়েছিল। ঘটনার প্রায় ৫ ঘণ্টা পর,  ফের পুরীর উদ্দেশে রওনা দিয়েছিল হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস।   



আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


ফেব্রুয়ারি মাসেও ট্রেন দুর্ঘটনা


ফেব্রুয়ারি মাসেও রাজ্যে দুর্ঘটনার  মুখোমুখী হয়েছিল রেল। দক্ষিণ-পূর্ব রেলের (South-Eastern Railways) হাওড়া-খড়গপুর শাখায় (Howrah-Kharagpore Line) লাইনচ্যুত হয়েছিল হাওড়ামুখী লোকাল ট্রেনের একটি কামরা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা। যদিও একঘণ্টার মধ্যে রিলিফ ট্রেন এনে যাত্রীদের তুলে দেওয়া হয়েছিল।  চলন্ত ট্রেনে আচমকা ঝাঁকুনি হয়েছিল। তারপরই হেলে পড়ে ট্রেনের একটি কামরা। সঙ্গে সঙ্গে হই-চই শুরু হয়ে যায় সেবার। ঘড়ির কাঁটায় ছিল তখন সকাল ১১টা ৩৭। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় গিরিময়দান স্টেশন থেকে খড়গপুরের দিকে আসছিল হাওড়ামুখী মেদিনীপুর লোকাল। গিরি ময়দান স্টেশন ছাড়তেই সামনের দিকের ৩ নম্বর কামরার ২টি চাকা লাইনচ্যুত হয়েছিল।