ওভাল: অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে বিভিন্ন বিষয়ে ইদানীং তাঁর মতানৈক্য দেখা দিচ্ছে। এবার টেস্ট থেকে অবসরের চিন্তাভাবনা করছেন ডেভিড ওয়ার্নার (David Warner)। সব কিছু ঠিকঠাক চললে আগামী গ্রীষ্মেই শেষবারের মতো টেস্টে দেখা যাবে ওয়ার্নারকে।
আপাতত ইংল্যান্ডে রয়েছেন ওয়ার্নার। ওভালে ৭-১১ জুন ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করবেন। তারই প্রস্তুতি সারছেন। সেই ম্যাচের পরই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজ খেলবেন। তারপর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপও রয়েছে।
তবে ৩৬ বছরের তারকা জানিয়েছেন, ২০২৪ সালের জানুয়ারিতে সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেই ক্রিকেটের এই ফর্ম্যাট থেকে অবসর নিতে চান।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) দরজায় কড়া নাড়ছে। চূড়ান্ত প্রস্তুতিতে মগ্ন ভারত ও অস্ট্রেলিয়া, দুই দলই। সেই সঙ্গে জোর আলোচনা চলছে, দুই দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে। বিশেষ করে ভারতীয় দলের বেশ কয়েকটি নির্বাচনী জটিলটা নিয়ে চলছে চর্চা। কে এস ভরত নাকি ঈশান কিষাণ? আর অশ্বিন নাকি রবীন্দ্র জাডেজা?
অস্ট্রেলিয়ার অন্যতম কোচ তথা নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেত্তোরি বলেছেন, 'আমরা ভারতের বোলিং নিয়ে আলোচনা করছি। আমি মনে করি, জাডেজাই খেলবে। কারণ ও ব্যাটিংটা অনেক ভাল করে। ছয়ে নেমে সফল হয়েছে। দুর্দান্ত ছন্দে রয়েছে। ফলে জাডেজাই এগিয়ে থাকবে।' তিনি যোগ করেছেন, 'তা হলে প্রশ্ন হল, চতুর্থ পেসার এবং অলরাউন্ডার (শার্দুল) ঠাকুর এবং অশ্বিনকে ঘিরে। ওরা (দু'জনেই) দলে থাকার দাবিদার।'
আর অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা দুজনই ভারতে অনুষ্ঠিত বর্ডার-গাওস্কর ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। তাঁরা যথাক্রমে ২৫ এবং ২২টি করে উইকেট নিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ান থিঙ্ক ট্যাঙ্ক মনে করে যে, ভারতের টিম কম্বিনেশনের কারণে একাদশে নাও থাকতে পারেন অশ্বিন।
বৃহস্পতিবার বেকেনহ্যামের কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার অনুশীলনের আগে স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ভেত্তোরি বলেছেন যে, অজি টিম ম্যানেজমেন্ট ভারতের সম্ভাব্য বোলিং আক্রমণ সম্পর্কে অনেক আলোচনা করেছে। তবে অস্ট্রেলিয়া একজন স্পিনারকেই খেলাবে বলে জানিয়েছেন ভেত্তোরি।
অশ্বিন ইংল্যান্ডে সাতটি টেস্টে ২৮.১১ গড়ে মোট ১৮টি উইকেট নিয়েছেন। কিন্তু ওভালে মাত্র একটি টেস্ট খেলেছেন অশ্বিন। ভেত্তোরি বলেছেন, 'অশ্বিন একজন অবিশ্বাস্য বোলার এবং ও বেশির ভাগ দলে প্রথম পছন্দই হবে। এবং শুধু মাত্র দলের কম্বিনেশনের জন্য ওকে বাদ দেওয়া হতে পারে।'