লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (World Test Championship Final 2023) কে ফেভারিট? ক্রিকেট বিশ্ব, ক্রিকেট বিশেষজ্ঞরা কেউ ভারত তো কেউ অজিদের এগিয়ে রাখছেন। বিশেষ করে কামিন্সদের পাল্লাই ভারী। কারণ ইংল্যান্ডের পরিবেশ ও অজি পেস অ্যাটাক। ভারতীয় ব্যাটিং লাইন আপকে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, এমনই মনে করছেন অনেকে। প্রাক্তন ইংল্য়ান্ড অধিনায়ক নাসের হুসেন অবশ্য লড়াইয়ে কিছুটা এগিয়ে রাখছেন ভারতীয় দলকেই। এক সাক্ষাৎকারে প্রাক্তন এই ইংরেজ ক্রিকেটার বলেন, ''ভারতীয় দল যে কোনও পরিবেশে জিততে পারে। অস্ট্রেলিয়ায় গিয়ে অজিদের হারিয়ে তা ওরা দেখিয়ে দিয়েছে। ওভালেও টিম ইন্ডিয়ার রেকর্ড ভাল। ইংল্যান্ডকেও হারিয়েছে ওরা।''


কেমন হতে পারে ভারতীয় একাদশ? হুসেন বলছেন, ''ওভালে যদি পরিবেশ ভাল থাকে। যদি সূর্য ওঠে। তবে দলে ২ স্পিনারও খেলাতে পারে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে ২ জন পেসার খেলানো হবে। আর শার্দুল ঠাকুরকে তৃতীয় সিমার হিসেবে ব্যবহার করা হতে পারে।''


আগের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দল একাদশ বাছাইয়ে ভুল করেছিল বলেও মনে করেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। তিনি বলেন, ''আমার মনে হয় একাদশ বাছাইয়ে ভুল করেছিল আগের বার ভারত। পরিবেশ, আবহাওয়া বুঝতে ভুল করেছিল দল। ভারত ২ জন স্পিনার নিয়ে খেলছিল, কিন্তু নিউজিল্য়ান্ড কোনও প্রথম সারির স্পিনার খেলায়নি। আমার মনে হয় পেস, সিম ও স্যুইংয়েই বাজিমাত করেছে কিউয়িরা।''


চোট পেলেন রোহিত


চোটের জন্য ছিটকে গিয়েছিলেন কে এল রাহুল, ঋষভ পন্থরা। নেটে হালকা চোট পেয়েছিলেন ঈশান কিষাণও। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগের দিন প্রস্তুতির ফাঁকেই বুড়ো আঙুলে চোট পেলেন রোহিত শর্মা। ভারত অধিনায়কের চোট কতটা গুরুতর তা এখনও জানা না গেলেও অনুশীলনের মাঝপথেই মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন হিটম্যান। যা খেলা শুরুর ২৪ ঘণ্টা আগে একটু হলেও চিন্তা বাড়াবে টিম ম্যানেজমেন্টের। এদিন ছিল ঐচ্ছিক অনুশীলন। প্রথম সারির একমাত্র রোহিতই মাঠে এসেছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাঠে গিয়ে থ্রো ডাউনে অনুশীলন শুরু করেন টিম ইন্ডিয়ার ক্য়াপ্টেন। ঠিক তখনই একটি বল অতিরিক্ত বাউন্স নিয়ে সোজা আঘাত করে রোহিতের হাতে। তারপরই নেট থেকে বেরিয়ে যান ভারত অধিনায়ক। কিছুক্ষণ ফিজিও কমলেশ প্যাটেলের সঙ্গে কথা বলেন তিনি। তবে এরপর বিসিসিআইয়ের তরফে আর কোনও বিবৃতি দেওয়া হয়নি।