সিডনি: আইপিএলের (IPL 2023) প্লে অফে ওঠার স্বপ্ন ভেঙেছে আরসিবির। কিন্তু দলের ব্যাটিং মায়েস্ত্রো বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম মুখে হাসি ফুটিয়েছে অগনিত ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মুখে। তার কারণ, সামনেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final 2023) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। জাতীয় দলের জার্সিতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন কিংগ কোহলি। ইংল্য়ান্ডে নেট সেশনের ছবিও পোস্ট করেছেন তিনি। এবার বিরাট কোহলির ব্যাটিং ফর্ম নিয়ে মুখ খুললেন মাইক হাসি। অজি বোলারদের সতর্কও করছেন মিস্টার ক্রিকেট। 


কী বলছেন হাসি?


প্রাক্তন অজি ক্রিকেটার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ''বিরাটের ব্যাটিং আমরা সবাই দেখেছি সাম্প্রতিক সময়ে। সব ফর্ম্যাটের ক্রিকেটেই দুর্দান্ত ফর্মে রয়েছে ওঁ। আইপিএলেও প্রতি ম্যাচেই ছন্দে ছিল। আমি মনে করি বিরাট ও রোহিতের ব্য়াটিংই অজি বোলারদের চিন্তার কারণ হতে পারে। ফাইনালে ওরা দুজন ভাল ব্য়াটিং করবেন বলেও আমার মনে হয়।'' অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে ব্যাটারদের মধ্যে মাইক হাসি অন্যতম যিনি সব রকম পরিবেশে ব্য়াট হাতে সাফল্য পাওয়া ব্যাটারদের মধ্যে অন্যতম একজন। অজি তারকা নিজে মনে করেন রোহিত ও বিরাটও ইংল্যান্ডের আবহাওয়ায় নিজেদের মেলে ধরবে।


হাসি আরও বলেন, ''ভারতের মাটিতে কিছুদিন আগে টেস্ট সিরিজে খেলে এসেছে অস্ট্রেলিয়া। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল যেহেতু ইংল্যান্ডের মাটিতে হচ্ছে, সেখানকার পরিবেশ কিছুটা আলাদা হয়। আমি মনে করি পেসাররা একটা বড় ভূমিকা নিতে চলেছেন ম্যাচে।''


এদিকে সূত্রের খবর, ভারতীয় দলে রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) বদলে সুযোগ পেতে চলেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। রুতুরাজ ভারতীয় মূল দলে সুযোগ না পেলেও, স্ট্যান্ড বাইতে ছিলেন। সেই স্ট্যান্ড বাই হিসাবেই রুতুর বদলে জাতীয় দলে আসতে চলেছেন যশস্বী। কিন্তু হঠাৎ এই বদলের কারণ কী? আসলে রুতুরাজ ৩ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তিনি ৫ মের আগে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিতে পারবেন না। সেই কারণেই তাঁর বদলে যশস্বীকে সুযোগ দেওয়া হচ্ছে বলে খবর। 


মুম্বইয়ের তরুণ ওপেনারের কাছে যুক্তরাজ্যের ভিসা থাকায় তাঁর ইংল্যান্ড পৌঁছতে কোনরকম সমস্যা হবে না এবং তিনি দিনকয়েকের মধ্যেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন বলে মনে করা হচ্ছে। চলতি আইপিএলে কিন্তু স্বপ্নের ফর্মে ছিলেন যশস্বী। রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচে ৬২৫ রান করেন যশস্বী। পাঁচটি অর্ধশতরান ও একটি শতরানও হাঁকিয়েছিলেন তিনি। এই দুরন্ত ফর্মের সুবাদেই সম্ভবত জাতীয় দলে ডাক পেতে চলেছেন যশস্বী। তবে তাঁর প্রথম শ্রেণির রেকর্ড বেশ ঈর্ষণীয়। ১৫ ম্যাচে ৮০.২১ গড়ে ১৮৪৫ রান করেছেন।