লন্ডন: চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্সের মধ্যে এক জমজমাট ফাইনালের মাধ্যমে এবারের আইপিএল মরসুম শেষ হয়েছে। তবে আইপিএল শেষ হলেও, ভারতীয় ক্রিকেটারদের কিন্তু তেমন বিশ্রাম নেওয়ার জো নেই। আইপিএলের পরেই শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023)। সেই ফাইনালের আগে ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন বেশ কিছু ভারতীয় তারকা (Indian Cricket Team)। এবার পুরোদমে প্রস্তুতিও শুরু করে দিলেন তাঁরা।


গতবার ফাইনালে পৌঁছেও টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব নিজেদের দখলে করতে ব্যর্থ হয় ভারতীয় দল। এবার সেই হতাশা পিছনে ফেলে খেতাব জিতে নেওয়ার লক্ষ্যে মাঠে নামবে টিম ইন্ডিয়া। ৭ জুন থেকে শুরু ইংল্যান্ডের ওভালে খেলা হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। খেতাবি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। সেই ম্যাচের আগে ইংল্যান্ডে দলের কিছু তারকা ক্রিকেটারের অনুশীলনের কয়েকটি ছবি বিসিসিআইয়ের তরফে শেয়ার করা হয়।


 






 


বিসিসিআইয়ের শেয়ার করা ছবিগুলিতে মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, অক্ষর পটেলরা তো রয়েছেনই, রয়েছেন বিরাট কোহলিও (Virat Kohli)। নেটে কড়া মনোযোগ দিয়ে ব্যাট করতে দেখা গেল বিরাটকে। সদ্য সমাপ্ত আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে নাগাড়ে দুই শতরানও হাঁকিয়েছিলেন 'কিংগ কোহলি'। দুর্ভাগ্যবশত বিরাটের দুর্দান্ত ফর্ম থাকা সত্ত্বেও আরসিবি প্লে-অফে পৌঁছতে পারেনি। ভারতীয় সমর্থকরা আশা করবেন বল ও জার্সির রং বদলালেও বিরাট যেন নিজের ফর্ম অব্যাহত রাখেন এবং ভারত যেন নিজেদের আইসিসি ট্রফির খরা অবশেষে সমাপ্ত করতে পারে। 


ভারতীয় দলে রুতুরাজ


তবে ভারতের পূর্বনির্ধারিত দলে খানিকটা বদল হতে চলেছে বলেই খবর। খবর অনুযায়ী, ভারতীয় দলে রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) বদলে সুযোগ পেতে চলেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। রুতুরাজ ভারতীয় মূল দলে সুযোগ না পেলেও, স্ট্যান্ড বাইতে ছিলেন। সেই স্ট্যান্ড বাই হিসাবেই রুতুর বদলে জাতীয় দলে আসতে চলেছেন যশস্বী। কিন্তু হঠাৎ এই বদলের কারণ কী? আসলে রুতুরাজ ৩ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তিনি ৫ মের আগে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিতে পারবেন না। সেই কারণেই তাঁর বদলে যশস্বীকে সুযোগ দেওয়া হচ্ছে বলে খবর। 


আরও পড়ুন: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা