মুম্বই: ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে টেস্ট সিরিজে সাতশোর বেশি রান বোর্ডে তুলেছিলেন একাই। সিরিজ সেরার পুরস্কারও পেয়েছিলেন তিনি। এবার আইসিসির প্লেয়ার অফ দ্য মন্থের (ICC Player Of The Month) পুরস্কার পেলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ফেব্রুয়ারি মাসের সেরা প্লেয়ার হলেন তরুণ ভারতীয় ওপেনার। এই পুরস্কারের জন্য জয়সওয়ালের সঙ্গে দাবিদার ছিলেন কেন উইলিয়ামসন (Kane Williamson) ও পাথুম নিশাঙ্কা। তাঁদেরকে টেক্কা দিয়েই পুরস্কার জিতলেন জয়সওয়াল।


ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে একাই ৭১২ রান করেছেন। হাঁকিয়েছেন দুটো দ্বিশতরানও। সেরা ফর্মে থাকার জন্য এবার আইসিসির পুরস্কার পেলেন। আইসিসির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''ভারতের তরুণ প্লেয়ার যশস্বী জয়সওয়াল ফেব্রুয়ারি মাসের আইসিসির সেরা প্লেয়ারের পুরস্কার জিতেছেন।''


পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন জয়সওয়াল। বিশাখাপত্তনম টেস্টে দ্বিশতরান হাঁকিয়েছিলেন জয়সওয়াল। এরপর রাজকোট টেস্টেও তরুণ ভারতীয় ওপেনার ডাবল সেঞ্চুরি হাঁকান। ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অনেক গুলো রেকর্ড ভেঙেছেন। একটি টেস্ট ইনিংসে সর্বোচ্চ ১২টি ছক্কা হাঁকানোর নজির গড়েছিলেন রাজকোটে। 


ডন ব্র্যাডম্য়ান ও বিনোদ কাম্বলির পর তৃতীয় কণিষ্ঠতম প্লেয়ার হিসেবে ২২ বছর ৪৯ দিন বয়সে জয়সওয়াল দ্বিশতরান হাঁকান। আইসিসির পুরস্কার পেয়ে জয়সওয়াল বলেন, ''আইসিসির এই পুরস্কার পেয়ে অত্যন্ত সম্মানিত। আগামীতেও যাতে এই সাফল্য পাই, সেই চেষ্টা করব। আমি যেভাবে খেলেছিলাম তাতে দলের উপকার হয়েছে। আমরা খুব সহজেই ৪-১ ব্যবধানে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছিলাম।''


 






এদিকে বোর্ড সচিব জয় শাহ শুভেচ্ছা জানিয়েছেন জয়সওয়ালকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জয় শাহ লিখেছেন, ''ফেব্রুয়ারি মাসে আইসিসির প্লেয়ার অফ দ্য মন্থ হয়েছে জয়সওয়াল। ওকে অনে অনেক শুভেচ্ছা। ইংল্য়ান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ৭১২ রান ঝুলিতে পুরেছেন জয়সওয়াল। দুটো শতরান ও তিনটি অর্ধশতরান হাঁকিয়েছে জয়সওয়াল। এভাবেই আরও এগিয়ে যাক ও।''


 






উল্লেখ্য, জয়সওয়াল ও রোহিত জুটিই টেস্ট সিরিজে ভারতের হয়ে ওপেন করেছিলেন। বিরাট না থাকায় গিল তিন নম্বর পজিশনে ব্যাটিং করেছিলেন।