দুবাই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে ইয়াসির শাহর বিধ্বংসী বোলিং ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিয়েছে। এই টেস্টে ১৪ টি উইকেট নিয়েছেন এই পাক লেগ স্পিনার। তাঁর বোলিংয়ে মুগ্ধ পাক দলের কোচ মিকি আর্থার বলেছেন, তাঁর দেখা এটাই সেরা লেগ স্পিন বোলিং।
প্রথম ইনিংসে ৪১ রানে ৮ উইকেট নিয়েছিলেন ৩২ বছরের এই স্পিনার। দ্বিতীয় ইনিংসে ১৪৩ রানে ছয় উইকেট নিয়েছেন। দুটি ইনিংস মিলিয়ে ইয়াসিরের সংগ্রহ ১৮৪ রানে ১৪ উইকেট।
দুবাইয়ে এই টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৯০ রানে অল আউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। খেলার চতুর্থ দিনে চা-পানের বিরতির পর দ্বিতীয় ইনিংসে ৩১২ রানে অল আউট হয়ে যায় তারা।
এই ম্যাচে ইয়াসিরের বোলিং পারফরম্যান্স টেস্টে পাকিস্তানের কোনও বোলারের দ্বিতীয় সেরা। কোনও টেস্টে পাকিস্তানের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড এখনও পর্যন্ত তাদের প্রাক্তন অধিনায়ক ইমরান খানের। ১৯৮২-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে লাহোর টেস্টে ১১৬ রানে ১৪ উইকেট নিয়েছিলেন ইমরান।
ম্যাচের শেষে মিকি আর্থার বলেছেন, ইয়াসির প্রকৃত অর্থেই ম্যাচ উইনার।
এখনও পর্যন্ত ৩২ টেস্টে ১৯৫ উইকেট নিয়েছেন ইয়াসির। মিকি আর্থার বলেছেন, ও যে এ রকম পারফর্ম করতে পারে, তা আমরা জানতাম। প্রথম ইনিংসে ওই আধঘন্টার স্পেলটা সেরা লেগ স্পিন বোলিংয়ের নির্দশন। একটা ম্যাচে ১৪ উইকেট, সত্যিই দুর্দান্ত।
এই দুরন্ত পারফরম্যান্সের সুবাদে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার ক্ল্যারি গ্রিমেটের ৯৩ বছরের পুরানো রেকর্ড ভাঙার দোরগড়ায় চলে এসেছেন ইয়াসির। এখনও পর্যন্ত টেস্টে দ্রুততম ২০০ উইকেট সংগ্রহের কৃতিত্ব রয়েছে গ্রিমেটের। তিনি ৯৬ টেস্টে এই নজির গড়েছিলেন।
এই টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনল পাকিস্তান।
১৮৪ রানে ১৪ উইকেট, ইয়াসির শাহর লেগ স্পিনের প্রশংসায় পঞ্চমুখ পাক কোচ মিকি আর্থার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Nov 2018 10:57 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -