নেপিয়ার: মহেন্দ্র সিংহ ধোনির উপস্থিত বুদ্ধি অনেক সময়ই টিম ইন্ডিয়াকে সাফল্য এনে দিয়েছে। এখন স্ট্যাম্পেরপিছনে দাঁড়িয়ে ধোনিকে তরুণ বোলারদের পরামর্শ দিতে দেখা যায়।আর ওই পরামর্শ বোলারদের পক্ষে অত্যন্ত কার্যকরী হয়। আজ নেপিয়ারে আরও একবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হল। নিউজিল্যান্ডকে এই ম্যাচে হেলায় ৮ উইকেটে হারিয়ে চলতি একদিনের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কিউই ব্যাটিং অর্ডার। শুরুতে মহম্মদ সামির দুরন্ত বোলিং ও পরে স্পিনাররা ব্ল্যাক ক্যাপস ব্রিগেডের ব্যাটসম্যানদের ক্রিজে থিতু হতে দেননি। চায়নাম্যান কুলদীপ যাদব ৪ উইকেট নিয়েছেন।
আর এদিনও স্ট্যাম্পের পিছনে দাঁড়িয়ে কুলদীপকে পরামর্শ দিতে দেখা গেল ধোনিকে। ধোনির টিপস মেনে বল করেই ট্রেন্ট বোল্টকে আউট করলেন কুলদীপ।
নিউজিল্যান্ডের ইনিংসের ৩৮ তম ওভারে বোলিং করছিলেন কুলদীপ। তাঁর অফস্ট্যাম্পের বাইরের একটি বলে টিম সাউদি একটি সিঙ্গল নিতে সক্ষম হন। স্ট্রাইকে আসেন বোল্ট। উইকেটের পিছন থেকে ধোনিকে বলতে শোনা যায়, ইয়ে আঁখ বন্ধ করকে রোকেগা।ইধার সে হি ডাল। ইধার সে অন্দর নেহি আয়েগা (বোল্ট চোখ বুজে ডিফেন্ড করবে। দিক না বদলেই বল করতে পারে। বল বাইরে রাখো।)



আর ধোনির পরামর্শ মতো বলে ব্যাটের কানা লেগে গেল স্লিপে দাঁড়ানো রোহিত শর্মার হাতে। ৩৮ ওভারে ১৫৭ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ১০ ওভারে ৩৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে কুলদীপই ম্যাচের সবচেয়ে সফল বোলার। সামি ছয় ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট দখল করেন।