নয়াদিল্লি : ক্রিকেটকে নতুন দিশা দিয়েছেন তিনি। কীভাবে বছরের পর বছর ফিটনেসের চূড়ায় থাকা যায় তা দেখিয়ে দিয়েছেন। আর ক্রিকেটিয় সাফল্য তো নজরকাড়া। একের পর এক রেকর্ড ভেঙে দিয়েছেন অনায়াসে। সদ্য সমাপ্ত বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স পুরো প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পারে। এহেন বিরাট কোহলির মুকুটে জুড়ল নয়া পালক। গুগলে গত ২৫ বছর ধরে যে ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে, সেই ক্রিকেটারের নামও বিরাট কোহলি। কিংবদন্তি ব্যাটার সচিন তেণ্ডুলকর, বিশ্বকাপজয়ী অধিনায়ক এমএস ধোনি ও কপিল দেবকে এক্ষেত্রে পেছনে ফেলে দিয়েছেন তিনি।


তবে, ক্রিকেটারদের তালিকায় শীর্ষে থাকলেও, Most Searched অ্যাথলিটের তালিকায় ওই স্থানে নেই বিরাট। ওই জায়গা দখল করে নিয়েছেন বিশ্বের অন্যতম এক আইকন। কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বছর ৩৮-এর পর্তুগিজ এই সুপারস্টার এই মুহূর্তে সৌদির ফুটবল ক্লাব অল নাসেরকে প্রতিনিধিত্ব করছেন। 


বছর ৩৫-এর বিরাট যে যে সাফল্যে তাঁর এযাবৎ ক্রিকেটিয় কেরিয়ারে অর্জন করেছেন, তার জেরে ইতিমধ্যেই তিনি অন্যতম কিংবদন্তি হিসাবে গণ্য হন। আন্তর্জাতিক ক্রিকেটে, সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনি চতুর্থ স্থানে রয়েছেন। এ পর্যন্ত কোহলির সংগ্রহে ২৬ হাজার ৫৩২ রান। টেস্ট, একদিনের ক্রিকেট ও টি২০-তে ৫১৮ ম্যাচ খেলে এই রান তুলেছেন তিনি। শতরানের সংখ্যাও একেবারে ৮০টি। অর্ধ শতরান করেছেন ১৩৮টি।


সদস্য সমাপ্ত একদিনের বিশ্বকাপে কোহলিকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ঘোষণা করা হয়। সেরা ফর্মে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করেছেন তিনি। ১১টি ম্যাচে তাঁর সংগ্রহে ছিল ৭৬৫ রান। ৯৫.৬২ গড়। স্ট্রাইক রেটও ছিল ৯০-এর ওপর। ৯০.৩২। 


এদিকে ২০২৩ সালে ভারতে 'Most Googled People' এর তালিকায় একেবারে প্রথমে রয়েছেন কিয়ারা আডবাণী। তাঁর স্বামী তথা অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এই তালিকায় রয়েছেন ষষ্ঠ স্থানে। গত ফেব্রুয়ারি মাসেই বিয়ে করেন এই যুগল।


এক বিবৃতিতে গুগলের তরফে জানানো হয়, 'ভারতে ট্রেন্ডিং মানুষের তালিকায় সামনে রয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। এমনকী বিশ্বজুড়ে ট্রেন্ড করা অভিনেতাদের তালিকাতেও তিনি জায়গা করে নিয়েছেন।'


কিয়ারার পরেই ভারতে সবথেকে বেশি গুগল করা হয়েছে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার শুভমন গিলকে নিয়ে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ড ক্রিকেটার রাচিন রবীন্দ্র। এই তালিকায় আর রয়েছেন- মহম্মদ শামি, গ্লেন ম্যাক্সওয়েল, সূর্যকুমার যাদব ও ট্রাভিস হেড।