প্রথম রাউন্ডেই হেরে বিদায় যোগেশ্বর দত্তর
Web Desk, ABP Ananda | 21 Aug 2016 12:08 PM (IST)
রিও ডি জেনেইরো: রিও অলিম্পিকের শেষ দিনে দেশবাসীকে হতাশ করলেন কুস্তিগির যোগেশ্বর দত্ত। ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে প্রথম রাউন্ডেই তিনি হেরে গেলেন। ৩-০ ফলে যোগেশ্বরকে হারিয়ে দিয়েছেন মঙ্গোলিয়ার গ্যানজোরিগ ম্যানদাখনারান। তবে হেরে গেলেও, এখনও যোগেশ্বরের আশা শেষ হয়ে যায়নি। ম্যানদাখনারান যদি ফাইনালে উঠতে পারেন, তাহলে রিপেচেজ রাউন্ডে নামার সুযোগ পাবেন যোগেশ্বর। সেই লড়াইয়ে জিতলে তিনি পদক পাবেন। তবে সেটা অনেক যদি-কিন্তুর উপর নির্ভর করছে। এবার চতুর্থ অলিম্পিকে যোগ দিয়েছেন যোগেশ্বর। ২০১২ লন্ডন অলিম্পিকে তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন। এবারও তিনি পদক পাবেন বলে দেশবাসীর আশা ছিল। কিন্তু পরিস্থিতি যা, তাতে যোগেশ্বরের হাত ধরে রিও থেকে ভারতের তৃতীয় পদক আসার সম্ভাবনা প্রায় নেই।