নয়াদিল্লি: রিওয় প্রসন্ন হয়নি তাঁর ভাগ্য। কুস্তিতে নকআউটের প্রথম পর্যায়েই হেরে গিয়ে বিদায় নেন অলিম্পিক্স থেকে। কিন্তু ৪ বছর আগে লন্ডন অলিম্পিক্সে যোগেশ্বর দত্তর ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন ছিল। সেবার ৬০ কেজি কুস্তিতে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি। আর এতদিন পর জানা যাচ্ছে, ব্রোঞ্জের বদলে রূপো আসতে পারে তাঁর ভাগ্যে। লন্ডনে রূপো জেতা রাশিয়ার কুস্তিগীর বেসিক কুদুখোভ ডোপ টেস্টে ফেল করায় তাঁর মেডেল কেড়ে নেওয়া হয়েছে। ফলে যোগেশ্বরের ৪ বছর আগের ব্রোঞ্জ এবার রূপোর ঝিলিক দিতে পারে।
লন্ডন অলিম্পিক্সের এক বছর পর গাড়ি দুর্ঘটনায় মারা যান ওই রুশ কুস্তিগীর। কিন্তু জানা যাচ্ছে, ৪বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও ২বার অলিম্পিকে মেডেল পাওয়া খেলোয়াড়টি সে সময় ডোপ টেস্টে ধরা পড়েছিলেন। ফলে তাঁর মেডেল দেওয়া হতে পারে ব্রোঞ্জ পাওয়া যোগেশ্বর দত্তকে। আর তাই যদি হয়, তাহলে শুধু সুশীল কুমারই নন, লন্ডন থেকে যোগেশ্বরও রূপো পেয়েছিলেন বলতে হবে।
যদিও ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ও ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যতক্ষণ না সরকারিভাবে কিছু জানাচ্ছে, তখনও পরিষ্কার কিছু বলা যাবে না।
যোগেশ্বর দত্তর লন্ডন অলিম্পিক্সের ব্রোঞ্জ বদলে গেল রূপোয়
ABP Ananda, web desk
Updated at:
30 Aug 2016 03:07 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -