তাইপে: তাইপে ওপেনে (Yonex Taipei Open 2022) গতকাল ভারতীয় মিক্সড ডাবলস জুটি ঈশান ভাটনগর ও তনিশা ক্রাস্টো নিজেদের প্রথম রাউন্ডের ম্যাচ জিতেছিলেন। এবার বুধবার (২০ জুলাই) পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে জিতলেন পারুপল্লি কাশ্যপও (Parupalli Kashyap)। চাইনিজ তাইপের চি ইউ জেনকে স্ট্রেট গেমে হারান ভারতীয় শাটলার।


স্ট্রেট গেমে জয়


প্রথম গেমে কাশ্যপকে কড়া টক্কর দেন তাইপের প্রতিপক্ষ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২৪-২২ স্কোরলাইনে সেই গেম জেতেন কাশ্যপ। তবে দ্বিতীয় গেমে ভারতীয় শাটলার কার্যত দাঁড়াতেই দেননি তার প্রতিপক্ষকে। ২১-১০ স্কোরলাইনে সহজেই দ্বিতীয় গেম ও ম্যাচ জেতেন কাশ্যপ। আরেক ভারতীয় শাটলার মিথুন মঞ্জুনাথও (Mithun Manjunath) নিজের প্রথম রাউন্ডের ম্য়াচ জিতে নিয়েছেন।


ডেনমার্কের শাটলার কিম ব্রনকে তিনিও স্ট্রেট গেমে পরাস্ত করেন। গোটা ম্য়াচেই শুরু থেকে শেষ পর্যন্ত মঞ্জুনাথ নিজের দাপট দেখান। ডেনিশ প্রতিপক্ষ তার বিরুদ্ধে তেমন প্রতিরোধ গড়ার সুযোগই পাননি। ম্যাচের স্কোর ২১-১৭, ২১-১৫। প্রসঙ্গত, এই টুর্নামেন্টের আগে মঞ্জুনাথ এবং কাশ্যপ, উভয়ই সিঙ্গাপুর ওপেনে অংশ নিয়েও আহামরি পারফর্ম করতে পারেননি। কাশ্যপ প্রথম রাউন্ডেই পরাজিত হন। মঞ্জুনাথ কিদাম্বি শ্রীকান্ত প্রথম রাউন্ডে হারালেও, নিজেই দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন।


প্রথম গেম জিতেও ম্যাচ হার


তবে পুরুষদের সিঙ্গেলসে দুই ভারতীয় শাটলার জিতলেও, মহিলাদের সিঙ্গেলসে প্রথম রাউন্ডেই থেমে গেল মালভিকা বানসদের দৌড়। চাইনিজ তাইপের লিয়াং টিং ইউয়ের বিপক্ষে শুরুটা ভালই করেছিলেন মালভিকা। দাপটের সঙ্গে ২১-১০ স্কোরলাইনে প্রথম গেম জিতেও নিয়েছিলেন তিনি। তবে ২১-১৫, ২১-১৪ স্কোরালাইনে পর পর দুই গেম হেরে তার সফর শেষ হয়ে যায়। সিঙ্গাপুর ওপেনেও স্বদেশীয় সাইনা নেহওয়ালের কাছে স্ট্রেট গেমে উড়ে গিয়েছিলেন মালভিকা। তার হতাশাজনক দৌড় অব্যাহত রইল। 


আরও পড়ুন: দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ভারতীয় মিক্সড ডাবলস জুটি, নাম প্রত্যাহার সাইনার