চাইনিজ তাইপে: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাইপে ওপেন (Yonex Taipei Open 2022)। সেই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে জয় পেলেন ভারতীয় মিক্সড ডাবলস জুটি ঈশান ভাটনগর (Ishaan Bhatnagar) ও তনিশা ক্রাস্টো (Tanisha Crasto)। মঙ্গলবার (১৯ জুলাই) ইজরায়েলের মিশা ও সভেতলানা জিলবারম্যানের জুটিকে স্ট্রেট গেমে হারালেন ভারতীয় শাটলাররা।
এই টুর্নামেন্টে মিক্সড ডাবলস বিভাগে ষষ্ঠ বাছাই ভারতীয় জুটি। তবে ব্যাডমিন্টনের ক্রমতালিকায় ৪৭ নম্বরে রয়েছেন ঈশান-তনিশা। অপরদিকে, তাদের প্রতিপক্ষ. জিলবারম্যানরদের ক্রমতালিকায় অনেকটা পিছিয়ে, ৯৫ নম্বরে। তাই ধারেভারে ভারতীয় জুটিই এগিয়ে ছিল। ম্যাচ জেতার জন্য তারাই ছিলেন ফেভারিট। ম্যাচের মধ্যে দুই দলের মধ্যেকার পার্থক্যটাও খুবই স্পষ্টও হয়ে গেল।
দাপুটে জয় ঈশানদের
প্রথম গেমে দুই দলই শুরুটা ভালভাবেই করেছিল। একসময় স্কোর ৭-৭ টাই ছিল। তবে এই অবস্থা থেকেই ঈশান-তনিশা নিজের খেলার স্তর আরেকটু ভাল করতে সক্ষম হন। সহজেই তারা ইজরায়েলি জুটিকে ২১-১৫ স্কোরলাইনে মাত দেন। প্রথম গেম জয়ের পর, সেই আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় গেমে কোর্টে নামেন ভারতীয় জুটি। এই আত্মবিশ্বাসে ভর করেই আরও দাপুটে ভঙ্গিমায় ২১-৮ স্কোরলাইনে কার্যত প্রতিপক্ষকে উড়িয়ে দেন ঈশান-তনিশা। মাত্র ২৬ মিনিটেই শেষ হয়ে যায় ম্যাচ।
নাম তুলে নিলেন সাইনা
প্রসঙ্গত, মে মাসের পর থেকে এই প্রথম কোনও টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন ঈশান-তনিশা। এইদিন বাকি যেসব ভারতীয় শাটলাররা কোর্টে নেমেছিলেন, তারা সকলেই নিজেদের ম্য়াচ হেরে যান। সিঙ্গাপুর ওপেনজয়ী ভারতীয় তারকা পিভি সিন্ধু এই টুর্নামেন্টে খেলবেন না, তা আগেভাগেই নিশ্চিত ছিল। তবে সিঙ্গাপুর ওপেনে কোয়ার্টার ফাইনালে পৌঁছনো সাইনা নেহওয়ালের (Saina Nehwal) এই টুর্নামেন্টে খেলার কথা ছিল।
কিন্তু সিঙ্গেলস বিভাগে টুর্নামেন্টের চতুর্থ বাছাই সাইনা, একেবারে শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নিজের নাম তুলে নেন। তাইপে ওপেনে পুরুষদের সিঙ্গেলস বিভাগে তৃতীয় বাছাই পারুপল্লি কাশ্যপ, বুধবার (২০ জুলাই) নিজের প্রথম রাউন্ডের ম্যাচ খেলত নামবেন।
আরও পড়ুন: আগামী বছর সেপ্টেম্বরে এশিয়ান গেমসের আসর বসছে হানঝাউতে