ভিডিওতে দেখুন, ইংল্যান্ডের ঘরোয়া টি-২০ প্রতিযোগিতায় চমকপ্রদ ক্যাচ নিলেন ইয়র্কশায়ারের জ্যাক লিনিং
Web Desk, ABP Ananda | 12 Aug 2017 05:19 PM (IST)
লন্ডন: ইংল্যান্ডের ঘরোয়া টি-২০ প্রতিযোগিতায় একটি দুর্দান্ত ক্যাচ ধরে তাক লাগিয়ে দিলেন ইয়র্কশায়ারের জ্যাক লিনিং। ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে এই ক্যাচ ধরেছেন তিনি। কভার বাউন্ডারিতে শূন্যে অনেকটা লাফিয়ে উঠে এক হাতে ক্যাচ ধরেন লিনিং। হেডিংলিতে এই ম্যাচে ইংল্যান্ডের পেসার লিয়াম প্লাঙ্কেটের একটি ফুলটস বলে ছক্কা মারার চেষ্টা করেন ল্যাঙ্কাশায়ারের ব্যাটসম্যান অ্যারন লিলি। বলটি লিনিংয়ের মাথার উপর দিয়ে বাউন্ডারি লাইনেরর বাইরে চলে যাচ্ছিল। কিন্তু সবাইকে হতবাক করে ডান হাতে ক্যাচ ধরে নেন লিনিং। দেখুন সেই চমকপ্রদ ক্যাচ