কলকাতা: পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি থাকা প্রাক্তন সতীর্থ জ্যাকব মার্টিনের পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘মার্টিনের সঙ্গে আমি খেলেছি। ওর কথা আমার মনে আছে। ও শান্ত, অন্তর্মূখী ছিল। ও যাতে দ্রুত সেরে ওঠে, তার জন্য প্রার্থনা করছি। ওর পরিবারকে জানাতে চাই, ওরা একা নয়।’


সৌরভের পাশাপাশি ভডোডরা ক্রিকেট সংস্থার সচিব সঞ্জয় পটেলও মার্টিনের পাশে দাঁড়িয়েছেন। তিনি জানিয়েছেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পরেই আমি জ্যাকবের পরিবারকে সবরকমভাবে সাহায্য করার চেষ্টা করছি। ভডোডরার মহারাজা সমরজিৎসিংহ গায়কোয়াড় সহ কয়েকজন শুভানুধ্যায়ীর সঙ্গে কথা বলেছি। মহারাজা এক লক্ষ টাকা দিয়েছেন এবং চিকিৎসার জন্য আরও পাঁচ লক্ষ টাকা জোগাড় করে দিয়েছেন। হাসপাতালের বিল ইতিমধ্যেই ১১ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে। একসময় হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল। বিসিসিআই সরাসরি হাসপাতালে টাকা পাঠিয়ে দেয়। ফলে তারপর থেকে চিকিৎসা আর ব্যাহত হয়নি। আজ ভডোডরা ক্রিকেট সংস্থা ২.৭০ লক্ষ টাকা দিয়েছে। আরও টাকা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। জ্যাকবের নেতৃত্বেই ভডোডরা রঞ্জি ট্রফি জিতেছিল। সম্প্রতি প্রয়াত প্রাক্তন রঞ্জি ট্রফি খেলা ক্রিকেটারদের স্ত্রীদের ২২ লক্ষ টাকা দেওয়া হয়েছে।’

ভারতীয় দলের হয়ে ১৯৯৯ থেকে ২০০১ সালের মধ্যে ১০টি একদিনের ম্যাচ খেলেন মার্টিন। তিনি ভডোডরার হয়ে খেলার পাশাপাশি কোচিংও করান। সেই কারণেই ভডোডরা ক্রিকেট সংস্থার তাঁকে আরও বেশি সাহায্য করা উচিত বলে মনে করছেন পটেল।