নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির সমালোচকদের একহাত নিলেন সুনীল গাওস্কর। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি চাই এই ভদ্রলোককে একা ছেড়ে দেওয়া হোক। তাহলেই তিনি ভাল খেলবেন। তাঁর বয়স কমছে না। তাই অল্পবয়সে তিনি যতটা ধারাবাহিকতা দেখাতেন, ততটা এখন আর থাকবে না। সেটা মেনে নিতেই হবে।’
ধোনির পাশে দাঁড়িয়ে গাওস্কর আরও বলেছেন, ‘ধারাবাহিকতার সামান্য অভাব থাকলেও, ও এখনও দলের জন্য অত্যন্ত মূল্যবান। ওর মূল্য বিচার করা যাবে না। ও বোলারদের বলতে থাকে কোন বল করতে হবে, ব্যাটসম্যান কী পরিকল্পনা করছে। ব্যাটসম্যান কী ভাবছে, কী পরিকল্পা করছে, কোন শট খেলতে চাইছে, সে বিষয়ে ধোনির ধারণা আছে। বোলারদের সাহায্য করার পাশাপাশি ফিল্ডিং সাজানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধোনি। শেষের দিকের ওভারগুলিতে বিরাট (কোহলি) রান বাঁচানোর জন্য ডিপে ফিল্ডিং করে। সেই সময় ওর পক্ষে বোলারদের সঙ্গে কথা বলা সম্ভব হয় না। তখন ও ধোনির উপর ভরসা করে।’
গতকাল অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ধোনি। ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে সমালোচকদের মোক্ষম জবাব দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এরপরেই তাঁর প্রশংসা শুরু হয়েছে। আরও অনেকের মতোই গাওস্করও ধোনির সমালোচকদের তোপ দেগেছেন।
ধোনিকে ওর মতো থাকতে দেওয়া হোক, ও কতটা মূল্যবান সে বিচার করা যাবে না, বলছেন গাওস্কর
Web Desk, ABP Ananda
Updated at:
16 Jan 2019 07:34 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -