নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন নেতা মহম্মদ আজহারউদ্দিন। তাঁর মতে, ফিটনেস ধরে রাখতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরান করতে পারেন বিরাট। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আজহার বলেছেন, ‘বিরাট কোহলির মতো ধারাবাহিকতা খুব ক্রিকেটারেরই আছে। আমার বিশ্বাস, ও যদি ফিট থাকে, কোনও চোট না থাকে, তাহলে ১০০টি আন্তর্জাতিক শতরান করতে পারে। বিশ্বের বেশিরভাগ ক্রিকেটারের চেয়েই বিরাটের ধারাবাহিকতা বেশি।’
বিরাটের পাশাপাশি মহেন্দ্র সিংহ ধোনিরও প্রশংসা করেছেন আজহার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচের পর আজহার বলেছেন, ‘ধোনির যে এই দলে থাকা উচিত, সে বিষয়ে কোনও সন্দেহই নেই। দ্বিতীয় ম্যাচে ও অসাধারণ ব্যাটিং করেছে। ও খেলার হিসেব খুব ভাল করতে পারে। ও খেলাটিকে শেষপর্যন্ত নিয়ে যায়। সেই সময় ওর মাথায় যে কী চলে, সেটা শুধু ও-ই জানে। ও শেষের দিকে বড় শট খেলার জন্য নিজেকে তৈরি করে।’
ফিট থাকলে আন্তর্জাতিক ম্যাচে ১০০ শতরান করবে বিরাট, বলছেন আজহার
Web Desk, ABP Ananda
Updated at:
16 Jan 2019 05:12 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -