ওয়েলিংটন: আগামীকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের শেষ তথা পঞ্চম ম্যাচ খেলতে নামবে ভারত। এই ম্যাচে খেলতে পারেন মহেন্দ্র সিংহ ধোনি। গত দুটি ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য খেলতে পারেননি তিনি। পঞ্চম ম্যাচের আগে ধোনিকে ফিট ঘোষণা করা হয়েছে। ভারতীয় শিবিরে এ খবর স্বস্তি এনে দিলেও নিউজিল্যান্ড ম্যাচের আগে ধোনির মোকাবিলার ছক কষছে।
ম্যাচের আগে কিউই অলরাউন্ডার জিমি নীশাম ধোনির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ধোনিকে আউট না করা পর্যন্ত ম্যাচ জেতার ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না।
নীশাম বলেছেন, রেকর্ডই ধোনির হয়ে কথা বলে। ও দুর্দান্ত প্লেয়ার। বিশ্বকাপ দলে ও থাকবে না, থাকবে না, তা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে আলোচনার কথা আমি জানি। মিডল অর্ডারে ও একটা স্থৈর্য্য এনে দিয়েছে। ওর বিরুদ্ধে যখন বোলিং করা হয়, তখন এটা জানা থাকে যে, ওকে ফেরাতে না পারলে ম্যাচ জেতা যায় না।
হ্যামস্ট্রিং চোট সারিয়ে দলে ফিরেছেন নীশাম এবং আগামীকাল ভারতের বিরুদ্ধে খেলবেন বলে মনে করা হচ্ছে। এখানকার পরিস্থিতি অনেকটা হ্যামিল্টনের মতোই। আগের ম্যাচে হ্যামিল্টনে ভারত ৯২ রানে অলআউট হয়ে গিয়েছিল।
নীশাম বলেছেন, হ্যামিল্টনে আমরা আমাদের উপযোগী পরিবেশ পেয়েছিলাম। বোল্ট সুইং পেয়েছিল। কোনও টিমকে ৯২ রানে আউট করে দিতে পারলে ভালো তো লাগবেই। কিন্তু দলকে সব ধরনের পরিস্থিতিতেই ভালো পারফ্রম করতে হবে।
কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু এরপরও ভারত সমীহ জাগানোর মতো দল বলে মন্তব্য করেছেন নীশাম।
গত তিন বছরে ওয়েলিংটনের এই পিচে নিউজিল্যান্ডের গড় রান ২০৭। এর থেকেই স্পষ্ট, এখানে ব্যাটিং খুব একটা সহজ হবে না।
ধোনিকে আউট না করা পর্যন্ত ম্যাচ জেতার বিষয়ে নিশ্চিত হওয়া যায় না: জিমি নীশাম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Feb 2019 06:46 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -