আক্রম ট্যুইট করে বলেছেন, ‘মহম্মদ আমিরের টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত আমার কাছে একটু বিস্ময়কর। কারণ, ২৭-২৮ বছর বয়সেই ওর সেরা ফর্মে পৌঁছনোর কথা। টেস্ট ক্রিকেটেই সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে পরীক্ষা হয়। এটাই সেরা ফর্ম্যাট।’
ওয়াকার ট্যুইট করে বলেছেন, ‘সাদা বলের ক্রিকেটের জন্য শুভেচ্ছা রইল।’
নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওতে শোয়েব বলেছেন, ‘মহম্মদ আমিরের পর হাসান আলি, ওয়াহাব রিয়াজ, জুনেইদ খানও অবসর নিতে পারে। পাকিস্তান দলে কী হচ্ছে আমি বুঝতে পারছি না। মহম্মদ আমির কী করে ২৭ বছর বয়সে অবসর নিতে পারে? পাকিস্তান ওর জন্য অনেককিছু করেছে। ম্যাচ-গড়াপেটার পরেও ওকে জাতীয় দলে ফেরানো হয়েছে। ওকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু ভাল ফর্মে থাকা অবস্থাতেই ও অবসর নিচ্ছে।’
রামিজ ট্যুইট করে বলেছেন, ‘আমিরের টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো হতাশাজনক। ওর এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের প্রয়োজনের সঙ্গে মিলছে না। টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। সেই সময় আমিরের খেলা ছাড়া উচিত নয়।’
গতকাল টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন আমির। ২০০৯ সালের জুলাইয়ে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় এই বাঁ হাতি পেসারের। তিনি ৩৬টি টেস্টে ৩০.৪৭ গড়ে ১৯৯টি উইকেট নিয়েছেন।