নয়াদিল্লি: বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা নতুন নয়। অনেকেই মনে করেন ২৫ বছর বয়সী পাক তারকা বাবর একদিন ক্রিকেটীয় কীর্তিতে বিরাটকেও ছাপিয়ে যাবেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা সফল কোচ টম মুডি এবার বাবর আজমের ক্রিকেটীয় দক্ষতায় তাঁর মুগ্ধতার কথা জানালেন। কোহলির সঙ্গে তুলনা করে মুডি বলেছেন, ভবিষ্যতে বিশ্বের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান হতে চলেছেন বাবর।


সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বিশপের সঙ্গে ক্রিকেট আড্ডায় যোগ দিয়েছিলেন মুডি। বাবরের প্রসঙ্গ উঠে এসেছে সেখানেই। মুডি বলেন, ‘গত এক বছরে বাবর স্পেশ্যাল হয়ে উঠেছে। আমরা বিরাট কোহলির কথা বলি, যখন ব্যাটিং সৌন্দর্যের কথা আসে। যদি আমরা মনে করি কোহলির ব্যাটিং চোখের শান্তি, তাহলে বাবরের ব্যাটিং দেখতে পারেন। ও কিন্তু সত্যিই স্পেশ্যাল। আগামী ৫-১০ বছরে বাবর বিশ্বের সেরা পাঁচ টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে থাকবে, এতে কোনও সন্দেহ নেই।’

গত এক-দেড় বছরের পারফরম্যান্সে টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন পাকিস্তানি তরুণ। স্টিভ স্মিথ, বিরাট কোহলি, মার্নাস লাবুশানে ও কেন উইলিয়ামসনের পরেই এখন বাবরের অবস্থান।

মুডি মনে করছেন, ভিন্ন পরিবেশ-পরিস্থিতিতে আরও ম্যাচ খেলার সুযোগ পেলে আরও পরিণত হবেন বাবর। তিনি বলেছেন, ‘বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকায় থাকবে বাবর। মাত্র ২৬টি টেস্ট খেলেছে। মিডল অর্ডারে খেলানো হয়েছে। দেশের বাইরে বেশি ম্যাচও খেলা হয়নি বাবরের। যত ম্যাচ খেলবে, ওর ব্যাটের ধার আরও বাড়বে।’