নয়াদিল্লি: উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন-এর শরীর স্বাস্থ্য নিয়ে নানারকম জল্পনা চলছিল নেট দুনিয়ায়। সেই জল্পনা উষ্কে দিয়ে চিনের এক টেলিভিশন চ্যানেল তো সরাসরি 'কিম আর নেই', এমন খবরও প্রচার করে দেয়। চিন থেকে মেডিক্যাল টিম পাঠানোর কথাও ঘোষণা করা হয়। কিন্তু এরপর সব জল্পনার অবসান ঘটিয়ে উত্তর কোরিয়ায় এক অনুষ্ঠানে কিম হাজির হন। তখন মনে করা হচ্ছিল, তাঁকে নিয়ে যাবতীয় জল্পনায় দাঁড়ি পড়ল। কিন্তু তা হল কই?
এখন একাংশের দাবি, জনসমক্ষে আসা কিম আসল কিম নন। ইনি নকল! বা যাকে বলে বডি ডাবল।
শুধু সাধারণ লোক নন, এই বিতর্ক উষ্কে দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের এক প্রাক্তন এমপি । তিনি ট্যুইটার হ্যান্ডেলেই কিমের বর্তমান ও অতীতের মধ্যে চেহারাগত পার্থক্য তুলে ধরেছেন।
বলেছেন, এই কিম আসল কিম নন। দুটি ছবিতে কিমের দাঁত ও হেয়ারলাইনের মধ্যে পার্থক্য সহজেই ধরা পড়ছে। লুইসের এই ট্যুইট নিয়ে চর্চা তুঙ্গে।

শুধু লুইস নন, প্রখ্যাত মানবাধিকার কর্মী জেনিফার জেং-ও ট্যুইটে এমন দাবি করেছেন।
তাহলে এই কিম আসল নন? এই প্রশ্ন ঘিরেই চড়ছে পারদ।