গত ২৭ আগস্ট দুনিয়াব্যাপী অসংখ্য ভক্ত, অনুরাগীদের খুশির খবরটা প্রথমটা দেন বিরাট, অনুষ্কা। জানান, প্রথম সন্তান পৃথিবীর আলো দেখতে চলেছে, অপেক্ষায় আছেন তাঁরা। নিজ নিজ সোস্যাল মিডিয়া হ্যান্ডলেও খুশির খবর শেয়ার করে একটি সুন্দর ছবি পোস্ট করেন, যাতে দেখা যায় অনুষ্কা তাঁর বেবি বাম্প দেখিয়ে বার্তা দিচ্ছেন, তিনি মা হতে চলেছেন।
বিরাট, অনুষ্কার বিয়ে হয় ২০১৭র ১১ ডিসেম্বর। অর্থাত বিয়ের প্রায় চার বছরের মাথায় বাবা-মা হচ্ছেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট কাপল।
বিরাট এখন আছেন সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল ২০২০ টি-২০র জন্য। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। তারপর নতুন বছরের প্রথম মাসেই পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাবেন তিনি ও অনুষ্কা।