মুম্বই: দু দশকেরও বেশি সময় ধরে বিশ্বের যে প্রান্তেই সচিন তেন্ডুলকর খেলতে নেমেছেন, গ্যালারি থেকে সারাক্ষণ সচিন-সচিন চিৎকার ভেসে এসেছে। কিন্তু এই চিৎকার সচিনের কোনও ভক্ত শুরু করেননি। শুরুটা করেছিলেন তাঁর মা। ছোটবেলায় সচিন যখন বাড়ির সামনে খেলতে যেতেন, তখন এভাবেই তাঁকে ডেকে বাড়ি ফেরাতেন তাঁর মা। সচিন নিজেই এই কথা জানিয়েছেন।
সচিনের বায়োপিক ‘সচিন: আ বিলিয়ন ড্রিমস’-এর একটি নতুন গান প্রকাশ অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তীর সঙ্গে হাজির ছিলেন সঙ্গীত পরিচালক এ আর রহমান। সেখানেই সচিন বলেছেন, ‘আমি কোনওদিন ভাবিনি, সচিন-সচিন চিৎকার খেলা ছাড়ার পরেও শুনতে পাব। এটা এবার সিনেমা হলেও শোনা যাবে। খুব আনন্দ হচ্ছে। আমার মা এই চিৎকারটা শুরু করেছিলেন।’
চার-পাঁচ বছর বয়সে দাদার সঙ্গে খেলতে যেতেন সচিন। তিনি জানিয়েছেন, সেই সময় টেকনিক ঠিক ছিল না। কিন্তু ক্রিকেট ব্যাট হোক বা টেনিস র্যাকেট, সেই সময় থেকেই তিনি বল মারতে ভালবাসতেন। খেলতে খেলতে দেরি হয়ে গেলে তাঁদের মা বারান্দা থেকে ডাকতেন। সেই চিৎকারই পরবর্তীকালে ভারতীয় ক্রিকেটের সোনালী অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে।
সচিন-সচিন চিৎকার কে শুরু করেছিলেন জানেন? দেখুন
Web Desk, ABP Ananda
Updated at:
10 May 2017 11:28 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -