নয়াদিল্লি: করোনভাইরাস অতিমারির বিরুদ্ধে দেশজুড়ে লড়াই চলছে। এই লড়াইয়ের জন্য বিভিন্ন ত্রাণ তহবিলে সাহায্য করতে ক্রিকেট সহ ক্রীড়াজগতের তারকারা এগিয়ে এসেছেন। তাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরও।  সংসদ সদস্য হিসেবে তার দুই বছরের বেতন তিনি দান করেছেন। সেইসঙ্গে সাংসদ এলাকা উন্নয়ণ তহবিলের এক কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার কথাও তিনি জানিয়েছেন।

গম্ভীরের এই অবদানের প্রশংসা করে এই কঠিন সময়ে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছে আইপিএলের দল ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স (আরসিবি)।

আরসিবি-র হয়ে কখনও খেলেননি গম্ভীর। কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছেন। নাইট রাইডার্সের  অধিনায়ক হিসেবে আইপিএল জিতেছেন। আইপিএল কেরিয়ারে অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল আরসিবি। সেই আরসিবি-র পোস্ট মন ছুঁয়ে গেছে গম্ভীরের। ট্যুইট বার্তায় নিজের অনুভূতির কথা জানিয়েছেন গম্ভীর। তিনি লিখেছেন, তোমাদের কাছে হারতে ঘৃণা করতাম। কিন্তু এই স্বীকৃতি দিয়ে আজ তোমরা আমার হৃদয় কেড়ে নিয়েছ। অসংখ্য ধন্যবাদ।



গম্ভীরে নেতৃত্বে নাইট রাইডার্স বেশ কিছু স্মরণীয় জয় পেয়েছে আরসিবি-র বিরুদ্ধে। দুই দলের প্রতিদ্বন্দ্বিতা আইপিএলে সর্বদাই একটা বড় ইভেন্ট। গম্ভীরের নেতৃত্বে কেকেআর ২০১২ ও ২০১৪-তে আইপিএলে জয়ী হয়েছে। ২০১৮-র মরশুমে গম্ভীর কেকেআর ছেড়ে দিল্লিতে ফিরে যান। কিন্তু ছয় ম্যাচে মাত্র ৮৪ রান করেছিলেন।