অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে প্রতিভার ঝলক দেখানোর সুযোগ হয়নি পৃথ্বীর। চোটের জন্য ফিরে আসতে হয় তাঁকে। যদিও আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুরন্ত কামব্যাক করেন তিনি। শিখর ধবনের সঙ্গে ওপেন করতে নেমে ১৬ ম্যাচে ৩৫৩ রান করেন তিনি। এরমধ্যে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যাট হাতে ৯৯ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন তিনি।
পৃথ্বীর এই ব্যাটিং দক্ষতায় মুগ্ধ হয়ে দিল্লি ক্যাপিটালসের ওপেনিং পার্টনার শিখর তাঁকে একটা ব্যাট উপহার দিয়েছেন। আর সেই ব্যাটে নিজস্ব বার্তাও দিয়েছেন শিখর। লিখেছেন, ‘পৃথ্বীকে, তুমি একদিন কিংবদন্তী হয়ে উঠবে’।
পৃথ্বীর হাতে শিখরের ওই বার্তা লেখা ব্যাটের ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে।
এবারের আইপিএলটা ভালো গিয়েছে দিল্লি ক্যাপিটালসের। ৭ বছরের ব্যবধানে তারা ফের প্লেঅফে পৌঁছেছিল। কিন্তু চেন্নাই সুপারকিংসের কাছে হেরে ট্রফি জয়ের স্বপ্ন এবারও অধরাই থেকে গিয়েছে দিল্লির।