কলকাতা:আইপিএল মানেই ক্রিকেট আর বলিউডের মিশেল। গ্ল্যামারের ঝলসানি। সেই সঙ্গে প্রিয় ক্রিকেটারদের এক ঝলক দেখার আশায় মাঠভর্তি দর্শক। পছন্দের দলের প্রতি গলা ফাটাতে বিভিন্ন পদ্ধতির আশ্রয় নেন দর্শকরা।
আইপিএলের অন্যতম জনপ্রিয় দল চেন্নাই সুপার কিংস। এই দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ধোনির জন্য এই দলের ফ্যানবেস এতটা বেশি। কাবেরী ইস্যু ঘিরে বিক্ষোভের জেরে চেন্নাইয়ের হোম ম্যাচ পুনেতে সরে গিয়েছে। কিন্তু তাতে দলের সমর্থনে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। চেন্নাইয়ের ম্যাচ থাকলেই দলে দলে মাঠ ভিড় করেন হলুদ ব্রিগেড। ধোনির দলের হয়ে তাঁদের সমর্থন তাই কোথাও কম হয় না।
ব্যতিক্রম নয় ইডেন গার্ডেনও। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাইয়ের ম্যাচের সময়ও একই দৃশ্য দেখা গেল। তবে সমর্থনের একটা বড় কারণই ছিলেন ধোনি। তিনি যখন ব্যাট করতে নামলেন তখন সারা ইডেন মুখরিত হল ধোনি ধোনি স্লোগানে। তার আগেই এমন একটা ঘটনা ঘটল তার জন্য প্রস্তুত ছিল না চেন্নাইয়ের ডাগ-আউট বা স্বয়ং ধোনি। এক কিশোর ফ্যান নিরাপত্তার বেড়া টপকে চলে এল চেন্নাইয়ের ডাগ আউটে। পরনে চেন্নাইয়ের হলুদ জার্সি। পিঠে লেখা ধোনির নাম ও তাঁর জার্সি নম্বর। ডাগ-আউটে এসেই ধোনির পা ছুঁয়ে প্রণাম। হতচকিত হয়ে গেলেও ধোনি ওই কিশোর ফ্যানের পিঠে হাত বুলিয়ে সেখান থেকে যেতে বললেন। নিরাপত্তা কর্মীরা ছুটে এসে ওই কিশোরকে সরিয়ে নিয়ে যান।


দেখুন সেেই ভিডিও :