পবন শাহের ২৮২, শ্রীলঙ্কার বিরুদ্ধে ‘যুব টেস্টে’ প্রথম ইনিংসে ভারতের অনূর্ধ্ব-১৯ দল ৬১৩/৮
Web Desk, ABP Ananda | 25 Jul 2018 07:54 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
হাম্বানটোটা: শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ‘যুব টেস্টে’-র দ্বিতীয় দিন ভারতের অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে ৬১৩ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দিল। ২৮২ রান করলেন মহারাষ্ট্রের তরুণ ব্যাটসম্যান পবন শাহ। জবাবে দিনের শেষে শ্রীলঙ্কা ৪ উইকেটে ১৪০। ভারতের বাঁহাতি পেসার মোহিত জ্যাংরা ৪৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। পবন অল্পের জন্য ত্রিশতরান হাতছাড়া করলেন। তবে পুণের ১৮ বছরের এই ক্রিকেটারের দুর্দান্ত ইনিংস সবার নজর কেড়ে নিল। তাঁর ৩৩২ বলের ইনিংসে ছিল ৩৩টি বাউন্ডারি ও একটি ছক্কা। ভারতের ইনিংসের ১০৮-তম ওভারে বিচিত্রা পেরেরার ৬টি বলেই বাউন্ডারি মারেন পবন। এই ইনিংসে দ্বিতীয় উইকেটে বাঁহাতি ওপেনার অথর্ব তাইদের (১৭৭) সঙ্গে ২৬৩ এবং পরে নিখিল ওয়াধেরার (৬৪) সঙ্গে ১৬৭ রান যোগ করেন পবন। প্রথম ‘যুব টেস্টে’-ও শতরান করেন অথর্ব। এই ইনিংসেও ভাল পারফরম্যান্স দেখান এই তরুণ ব্যাটসম্যান। আজ ত্রিশতরান হারানোর পাশাপাশি আন্তর্জাতিক স্তরে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডও হাতছাড়া করলেন পবন। ১৯৯৫ সালে মেলবোর্নে ভারতের বিরুদ্ধে ৩০৪ রান করে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ার ক্লিন্টন পিকে। সেটাই এখনও পর্যন্ত এই স্তরের ক্রিকেটে সর্বোচ্চ স্কোর। এর আগে যে কোনও স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ৬টি বাউন্ডারি হয়েছিল ১৯৮২ সালে ম্যাঞ্চেস্টারে। সেটা মেরেছিলেন ভারতেরই সন্দীপ পাতিল। সেই ওভারে ইংল্যান্ডের প্রাক্তন পেসার বব উইলিস অবশ্য একটি নো-বল সহ মোট সাতটি বল করেছিলেন।