হায়দরাবাদ: প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর এবার দ্বিতীয় ম্যাচেও গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরে গেল গুজরাত লায়ন্স। রশিদ খানের অসাধারণ বোলিংয়ের পর অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও মোজেস হেনরিকসের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ৯ উইকেটে জয় পেল হায়দরাবাদ। ওয়ার্নার ৭৬ ও হেনরিকস ৫২ রানে অপরাজিত থাকেন।


আজ প্রথমে ব্যাট করে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে গুজরাত। ঘরের মাঠে অসাধারণ বোলিং করেন রশিদ খান, ভুবনেশ্বর কুমার, আশিস নেহরারা। রশিদ মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন। তারই ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৫ রানের বেশি করতে পারেনি গুজরাত। অধিনায়ক সুরেশ রায়না (৫), ব্রেন্ডন ম্যাকালাম (৫), অ্যারন ফিঞ্চরা (৩) রান পাননি। কিছুটা লড়াই করেন জেসন রয় (৩১), দীনেশ কার্তিক (৩০) ও ডোয়েন স্মিথ (৩৭)। এই তিন জনের সুবাদেই ভদ্রস্থ রান করে গুজরাত। মাত্র ১৫.৩ ওভারেই এক উইকেট হারিয়ে ওভারে সেই রান পার করল গতবারের চ্যাম্পিয়নরা।

প্রথম ম্যাচে সহজেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দিয়েছিল হায়দরাবাদ। ওয়ার্নার ও হেনরিকস আজও ব্যাট হাতে ঝলসে উঠলেন। ফলে এবারের আইপিএল-এ পরপর দুটি ম্যাচে জয় পেল হায়দরাবাদ।