আবু ধাবি: ৩৫ বছর বয়সের পরে টেস্ট ম্যাচে শতরানের হিসেবে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক গ্রাহাম গুচকে টপকে গেলেন পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার ইউনিস খান। ৩৮ বছর বয়সি ইউনিস ৩৫ বছরের পরে টেস্টে ১৩টি শতরান করেছেন। সচিন, দ্রাবিড় ও গুচ ৩৫ বছরের পরে ১২টি করে শতরান করেছিলেন। তাঁদের পিছনে ফেলে দিলেন ইউনিস।
ইউনিস কোনওদিনই বড় তারকা নন। শাহিদ আফ্রিদির মতো আকর্ষণীয় নন তিনি। কিন্তু পাকিস্তানের হয়ে বছরের পর বছর ধরে তিনি ভাল পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। টেস্টে এখনও পর্যন্ত ৩৩টি শতরান করে ফেলেছেন ইউনিস। সবচেয়ে বেশি শতরানের তালিকায় তিনি রয়েছেন ৯ নম্বরে। সুনীল গাওস্করের ৩৪টি শতরানের রেকর্ড টপকে যাওয়ার সুযোগ রয়েছে ইউনিসের সামনে। তালিকায় তিনি উপরের দিকে উঠতে পারেন।
৩৫ বছরের পরে শতরানে সচিন, দ্রাবিড়কে ছাপিয়ে গেলেন ইউনিস খান
Web Desk, ABP Ananda
Updated at:
21 Oct 2016 07:45 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -