ইসলামাবাদ: কাশ্মীর ইস্যুতে পাকিস্তানি সেনাবাহিনীর সাহায্য চাইল সৈয়দ সালাহউদ্দীন। পাকিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে থাকা ভারত-বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলির মঞ্চ ইউনাইটেড জিহাদ কাউন্সিল (ইউজেসি)-এর চেয়ারম্যান সালাহউদ্দীনকে উদ্ধৃত করে ‘দি ডন’ সংবাদপত্র বলেছে, আলাপ-আলোচনা, প্রস্তাবের পথে এই জটিল (কাশ্মীর)সমস্যার সমাধান হবে না। পাকিস্তানের উচিত কাশ্মীরীদের সামরিক ভাবে সমর্থন করা। মুজাহিদদের অস্ত্রশস্ত্র, সম্পদ দিয়ে সাহায্য করুক পাক সেনা। সে হুমকি দিয়েছে, উপমহাদেশের মানচিত্রই বদলে দেবে। সালাহউদ্দিন বলেছে, মুজাহিদরা সামরিক মদত পেলে শুধু কাশ্মীরই স্বাধীনতা পাবে না, সমগ্র উপমহাদেশের চেনা মানচিত্রটাই বদলে যাবে।
তবে ঠিক কী ধরনের সামরিক মদত চাইছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি এই সন্ত্রাসবাদী নেতা। কূটনীতি দিয়ে ভারতের সামরিক ক্ষমতার মোকাবিলা করা যাবে না বলে অভিমত জানিয়েছে সালাহউদ্দীন।
যদিও ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি নিয়ে ঠাট্টা করতে ছাড়েনি সে। ভারতীয় সেনাবাহিনীর এ ধরনের অভিযান চালানোর সাহস বা ক্ষমতা, কোনওটাই নেই বলে অভিমত জানিয়ে কটাক্ষ করে সে বলেছে, এ ব্যাপারে প্রোপাগান্ডা চালানোর ফলে আন্তর্জাতিক মহলে হাসির খোরাক হয়েছে ভারত।
কাশ্মীরে মুজাহিদদের সামরিক মদত দিক পাক সেনা, বলল জঙ্গি নেতা সালাহউদ্দীন
Web Desk, ABP Ananda
Updated at:
21 Oct 2016 04:47 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -