সান্টা পোন্সা: স্পেনে মায়োকা চ্যাম্পিয়নশিপের (Mallorca Championships) ডাবলস খেতাব জিতলেন য়ুকি ভামব্রি (Yuki Bhambri)। এটিই ভারতীয় টেনিস তারকার প্রথম ডাবলস খেতাব। দক্ষিণ আফ্রিকার লয়েড হ্যারিসকে (Lloyd Harris) সঙ্গে নিয়ে স্ট্রেট সেটে খেতাব জিতলন য়ুকিরা। ফাইনালে ডাচ-অস্ট্রিয়ান জুটি রবিন হাসে এবং ফিলিপ ওসওয়াল্ডকে ৬-৩, ৬-৪ স্কোরলাইনে খেতাব জিতলেন য়ুকিরা। শুধু য়ুকি নয়, এটা হ্যারিসেরও প্রথম এটিপি খেতাব। দুইজনের কেউই এর আগে এটিপির সিঙ্গেলস বা ডাবলস খেতাব জেতেননি।
গোটা টুর্নামেন্টে একটিও সেট না খুইয়েই খেতাব জিতলেন য়ুকি ও হ্যারিস। য়ুকি ঘাসের কোর্টে খেতাব জিতে উচ্ছ্বসিত। একটিও সেট না খুইয়ে খেতাব জয়ের কৃতিত্ব গড়ায়ও বেশ খুশি য়ুকি। নিজের পার্টনারেরও প্রশংসা করতে ভোলেননি য়ুকি। খেতাব জয়ের পর তিনি বলেন, 'খেতাব জিতে আমি উচ্ছ্বসিত। আমরা তেমন কোনও আশা ছাড়াই এই সপ্তাহে কোর্টে নেমেছিলাম। আমরা খেলাটা উপভোগ করেছি। এক, এক ম্যাচ করে এগিয়েছি এবং দারুণ একটা টুর্নামেন্ট খেললাম। এটা দারুণ একটা শহর, দারুণ জায়গা, এখানে খেলাটা আমি দারুণ উপভোগ করেছি।'
য়ুকির পার্টনার হ্যারিস বলেন, 'টুর্নামেন্টটা আমরা দারুণ উপভোগ করেছি। সত্যি বলতে এই সপ্তাহে আদৌ আমি খেলব কি না, সেই নিয়ে সন্দেহভাজন ছিলাম। আমার জন্য এই খেতাব জয়টা তো বাড়তি পাওনা। খেতাব জেতায় আমি উচ্ছ্বসিত।' ভামব্রি ও হ্যারিস এই টুর্নামেন্টের সেমিফাইনালে শীর্ষ বাছাই সান্তিয়াগো গঞ্জালেস ও এডওয়ার্ড রজার-ভ্যাসেলিনকে পরাজিত করেন। তার আগে কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাছাই মার্সেল গ্রানোলার্স ও হোরাসিও জেবালসকে হারান য়ুকিরা।
এই খেতাব জয়ের সুবাদেই ব়্যাঙ্কিংয়ে এগোতে চলেছেন ভারতীয় টেনিস তারকা। বর্তমানে তিনি এটিপি ডাবলস ব়্যাঙ্কিংয়ে ৭৫ নম্বরে রয়েছেন। তবে খেতাব জয়ের সুবাদে ডাবলস ব়্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ৫৮ নম্বরে উঠে আসতে চলেছেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?