নয়াদিল্লি: আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। সোমবার দুপুর একটায় সাংবাদিক সম্মেলন ডেকে গোটা বিশ্বকে সে কথা জানিয়ে দিয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিংহ। আবেগঘন মুহূর্তে ২০১১ বিশ্বকাপের ম্যান অব দ্য সিরিজ জানিয়েছেন, জীবনে তিনটি ঘটনা কোনও দিন ভুলবেন না। এক, ওয়াংখেড়ে-তে বিশ্বকাপ জয়। দুই, টেস্টে ক্রিকেটে প্রথম শতরান এবং তিন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় ছক্কার ইনিংস।

সাল ২০০৭। সেপ্টেম্বরের ১৯ তারিখ। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ২১ নম্বর ম্যাচ। দক্ষিণ আফ্রিকার ডারবানে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড। ওই ম্যাচেই ব্রিটিশ বোলার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে নজির গড়েছিলেন যুবরাজ। আজ বছর ১২ পরও সেই ঘটনা ক্রিকেট প্রেমীদের চোখে দীপ্তমান। যা ভোলার নয়। জীবনের সেই ‘কলঙ্কিত’ ওভার ভোলেননি ব্রিটিশ তারকা ব্রডও।  আজ ১০ জুন, ২০১৯, সেই ঘটনার এক যুগ পর যখন যুবরাজ আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন, স্টুয়ার্ট ব্রড সেই ম্যাচের ছবি পোস্ট করেই কিংবদন্তীকে আগামী জীবনের শুভেচ্ছা জানালেন।  লিখলেন, “অবসর উপভোগ করো লিজেন্ড।”