কলকাতা: গত দু’দশকে ভারতীয় দলের সেরা অলরাউন্ডার নিঃসন্দেহে যুবরাজ সিংহ। একদিনের আন্তর্জাতিকের মতোই টি-২০ ফর্ম্যাটেও তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ওভারে ৬টি ছক্কা ক্রিকেটের ইতিহাসে সোনার অক্ষরে লেখা আছে। ২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হন এই বাঁ হাতি। তিনি দু’বার আইপিএলও জিতেছেন। কিন্তু কোনও আইপিএল দলেই দীর্ঘদিন ধরে খেলা হয়নি। এটি যুবরাজের কাছে একটি আক্ষেপের বিষয়।
কলকাতায় বণিকসভার একটি অনুষ্ঠানে এসে যুবরাজ বলেছেন, ‘আমি আইপিএলের কোনও দলে স্থায়ীভাবে খেলতে পারিনি। এটা কেন হয়েছে ব্যাখ্যা করতে পারব না। (২০১৪ সালে) আমি কলকাতা নাইট রাইডার্সে প্রায় যোগ দিয়ে ফেলেছিলাম। কিন্তু শেষমুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে চলে যাই। আইপিএলে বোধহয় আমার সেরা মরসুম ছিল আরসিবিতেই। কেকেআরে খেলতে না পারা দুর্ভাগ্যজনক।’
ভারতের হয়ে দু’বার বিশ্বকাপ জেতা প্রসঙ্গে যুবরাজ বলেছেন, ‘২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ ক্রিকেটকে বদলে দিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের দিনটি আমার ছিল। স্টুয়ার্ট ব্রডের পঞ্চম বলটি ইয়র্কার ছিল। কিন্তু তা সত্ত্বেও আমি ছক্কা মেরেছিলাম। ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। কেউ আমাদের জয়ের আশা করেনি। আমাদের একজন নতুন অধিনায়ক ছিল। আমরা নির্ভয়ে খেলেছিলাম। একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হারার পর টানা তিন ম্যাচ জিতে ফাইনালে যাই। তারপর চ্যাম্পিয়ন হই।’
আইপিএলের কোনও দলেই স্থায়ীভাবে খেলতে না পারায় আক্ষেপ যুবরাজের
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jul 2019 05:32 PM (IST)
কলকাতায় বণিকসভার একটি অনুষ্ঠানে এসে যুবরাজ বলেছেন, আমি আইপিএলের কোনও দলে স্থায়ীভাবে খেলতে পারিনি। এটা কেন হয়েছে ব্যাখ্যা করতে পারব না।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -