ম্যাঞ্চেস্টার: গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেট হয়ে গিয়েও উইকেট ছুঁড়ে দেওয়ায় ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের সমালোচনা করেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। তবে পন্থের পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন তারকা যুবরাজ সিংহ। তাঁর মতে, অনভিজ্ঞ ব্যাটসম্যান পন্থ ভুল থেকে শিক্ষা নেবেন।

গতকাল ৩২ রান করে খারাপ শট খেলে আউট হন পন্থ। এরপরেই ট্যুইট করে পিটারসেন বলেন, ‘আমরা কতবার ঋষভ পন্থকে এভাবে আউট হতে দেখেছি? এই কারণেই ওকে প্রথমে দলে নেওয়া হয়নি। করুণ দশা!’

পাল্টা ট্যুইট করে যুবরাজ বলেন, ‘ঋষভ মাত্র আটটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। ওর দোষ নেই। ও ভুল থেকে শিক্ষা নেবে। ওর অবস্থা মোটেই করুণ নয়। তবে সবাই মতপ্রকাশ করতে পারে।’