নয়াদিল্লি: ট্যুইটারে এক ভিডিও বার্তায় এবারের দীপাবলিতে আতসবাজি না পোড়ানোর আবেদন জানিয়েছিলেন ক্রিকেটার যুবরাজ সিংহ। কিন্তু সেটা করতে গিয়েই ট্রোলড হতে হল তাঁকে। অনেকেই তাঁর বিয়েতে বাজি পোড়ানো, বিলাসবহুল গাড়ির ছবি দিয়ে ব্যঙ্গ করেছেন। কয়েকজন অবশ্য যুবরাজের পাশে দাঁড়িয়েছেন।


সম্প্রতি সুপ্রিম কোর্ট দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে এবারের দীপাবলিতে আতসবাজি কেনা-বেচার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আদালতের এই নির্দেশের পরিপ্রেক্ষিতেই দূষণ রোধ করার জন্য আতসবাজি না পোড়ানোর আবেদন জানিয়েছেন যুবরাজ। তাঁর প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র সহবাগ অবশ্য আতসবাজি ছাড়া দীপাবলি পালন করতে রাজি নন। তিনি কিছুদিন আগেই ট্যুইট করে বলেছেন, এবার অতিরিক্ত ধুমধাম করে দীপাবলি পালন করবেন।