নয়াদিল্লি: গতকাল এজবাস্টনে ঝলসে উঠেছিল যুবরাজ সিংহের ব্যাট। তাঁর ৩২ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস পাকিস্তানকে কোণঠাসা করে দেয়। ভিনটেজ যুবি ঝোড়ো মেজাজে ব্যাটিং করায় অধিনায়ক বিরাট কোহলি চাপমুক্ত হয়ে খেলতে থাকেন। ধীরে ধীরে নিজের ছন্দে ফেরেন কোহলি। যুবি-কোহলির যুগলবন্দী পাকিস্তানের বোলিং অ্যাটাক নিয়ে কার্যত ছেলেখেলা করেন। ভারতের একপেশে জয়ের পর ম্যান অফ দ্য ম্যাচ হন যুবি। তিনি তাঁর এই ম্যাচ জেতানো ইনিংস ক্যানসারের বিরুদ্ধে প্রাণপণ লড়াইয়ে জয়ী রোগীদের উত্সর্গ করলেন। এর পাশাপাশি লন্ডনে জঙ্গি হামলার শিকারদের জন্যও নিজের ইনিংস উত্সর্গ করলেন তিনি।
উল্লেখ্য, যুবরাজও ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। এই রোগের বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে ওঠেন ২০১১-র বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট। শুধু তাই নয়, খেলাতেও ফেরেন তিনি। গত বছর ভারতের একদিনের দলে ফেরার পর পুরানো ছন্দে দেখা যাচ্ছে যুবিকে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাবর্তন ম্যাচে কেরিয়ারের সর্বাধিক রানের ইনিংস খেলেন যুবি।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
নিজের ইনিংস ক্যানসার-আক্রান্ত ও লন্ডনে জঙ্গি হামলার শিকারদের উৎসর্গ যুবরাজের
ABP Ananda, web desk
Updated at:
05 Jun 2017 02:53 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -