নয়াদিল্লি: দলীপ ট্রফির তিনটি দলের নেতা হলেন যুবরাজ সিংহ, গৌতম গম্ভীর ও সুরেশ রায়না। গ্রেটার নয়ডার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৩ অগাস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের দলীপ ট্রফি। এই প্রথমবার গোলাপী বলে দিন-রাতের ম্যাচ হবে দলীপ ট্রফিতে।

 

দলীপ ট্রফি যখন চলবে, ঠিক সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুটি টি-২০ ম্যাচ খেলবে। যুবরাজ ও রায়না দলীপ ট্রফিতে অধিনায়ক নির্বাচিত হওয়ায় তাঁদের ভারতীয় দলে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এ বছরের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের অপর এক সদস্য যশপ্রীত বুমরাহও দলীপ ট্রফিতে রায়নার নেতৃত্বাধীন ইন্ডিয়া গ্রিন দলে আছেন। আন্তর্জাতিক তারকাদের মধ্যে দীনেশ কার্তিক, চেতেশ্বর পূজারা, হরভজন সিংহ ও মুরলী বিজয় দলীপ ট্রফিতে খেলবেন।