নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে ঘরোয়া ক্রিকেটে খেলার কথা আগেই জানিয়েছিলেন। এবার সেই সম্ভাবনা জোরাল হল। সৈয়দ মুস্তাক আলি টি-২০ প্রতিযোগিতার জন্য পঞ্জাবের সম্ভাব্য দলে রাখা হল যুবরাজ সিংহকে। ফলে ২০১১ বিশ্বকাপের নায়ককে ফের ২২ গজে দেখার সুযোগ পেতে পারেন ক্রিকেটপ্রেমীরা।


ভারতের হয়ে ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে দেশের মাটিতে একদিনের বিশ্বকাপজয়ী দলের অন্যতম তারকা যুবরাজ। তিনি গত বছর সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার কথা ঘোষণা করেন। তবে এরপরেও খেলার জন্য তাঁকে অনুরোধ জানায় পঞ্জাব ক্রিকেট সংস্থা। সেই অনুরোধ মেনে নেন এই তারকা। তিনি মোহালিতে নিয়মিত অনুশীলন শুরু করেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ব্যাটিং অনুশীলনের একটি ভিডিও পোস্ট করে এই তারকা বুঝিয়ে দেন, তিনি ফের মাঠে নামতে তৈরি। তবে সত্যিই ফের যুবরাজকে পঞ্জাবের হয়ে খেলতে দেখা যাবে কি না, সেটা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে পঞ্জাব ক্রিকেট সংস্থার সচিব পুনীত বালি জানিয়েছেন, ‘আমরা বিসিসিআই-এর অনুমতি চেয়েছি। সেই জবাব না আসা পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কানাডায় গ্লোবাল টি-২০ লিগে খেলেন যুবরাজ। তিনি এ বিষয়ে বিসিসিআই-এর কাছ থেকে অনুমতি পেয়েছিলেন। বিসিসিআই সাধারণত কোনও ভারতীয় ক্রিকেটারকে বিদেশের টি-২০ লিগে খেলার অনুমতি দেয় না। তবে যুবরাজের ক্ষেত্রে আপত্তি জানানো হয়নি। এবার এই তারকা ক্রিকেটার যদি ঘরোয়া ক্রিকেটেও খেলার অনুমতি পান। তাহলে সেটা ক্রিকেটপ্রেমীদের জন্য নিঃসন্দেহে ভাল খবর।

যুবরাজ ছাড়াও পঞ্জাবের সম্ভাব্য দলে আছেন বারিন্দর স্রান। এই বাঁ হাতি পেসার গত মরসুমে পঞ্জাবের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলার সুযোগ না পেয়ে চণ্ডীগড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে এই মরসুমে তিনি ফের পঞ্জাবের হয়ে খেলতে পারেন।

আগামী ১০ জানুয়ারি থেকে সৈয়দ মুস্তাক আলি টি-২০ প্রতিযোগিতা শুরু হতে চলেছে। এই প্রতিযোগিতার মাধ্যমেই ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হবে। এই টি-২০ প্রতিযোগিতার ফাইনাল ৩১ জানুয়ারি।

পঞ্জাবের সম্ভাব্য দল- মনদীপ সিংহ, যুবরাজ সিংহ, অভিষেক শর্মা, সলিল অরোরা, গীতানাশ খেরা, রমনদীপ সিংহ, সনবীর সিংহ, কর্ণ কালিয়া, রাহুল শর্মা, কিষাণ অলঙ্গ, সন্দীপ শর্মা, আর্শদীপ সিংহ, ইকজত সিংহ, নমন ধীর, অভিষেক গুপ্ত, হিমাংশু সত্যবান, গুরকিরত সিংহ, আনমোলপ্রীত সিংহ, প্রভসিমরন সিংহ, নেহাল ওয়াধেরা, আনমোল মালহোত্র, আরুষ সাভারওয়াল। অভিনব শর্মা, হরপ্রীত ব্রার, ময়ঙ্ক আর্কণ্ডে, বলতেজ সিংহ, সিদ্ধার্থ কউল, বারিন্দর স্রান, গুরনুর সিংহ, হরজস, অভিজিৎ গর্গ ও কুঁয়ার পাঠক।