এজবাস্টন : দাপট অব্যাহত। ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান চ্যাম্পিয়ন্সদের হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪ জিতে নিলেন ভারতের চ্যাম্পিয়নরা। শনিবার এজবাস্টনে অনুষ্ঠিত সেই ম্যাচে ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দেয় যুবরাজ সিংহ-নেতৃত্বাধীন দল। কড়া টক্করের পর শেষ হাসি হাসে ভারত।
ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এরপর নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে। পাকিস্তানের হয়ে কামরান আকমল ১৯ বল খেলে ২৪ রান ও মাকসুদ ১২ বল খেলে ২১ রান তোলেন। শুরুটা ভালই করেছিল পাকিস্তান। কিন্তু, নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকায় রানে লাগাম পড়াতে সক্ষম হন ভারতীয় বোলাররা। পাকিস্তানের হয়ে ভাল ব্যাট করেন শোয়েব মালিক। ২৩ বলে ৪১ রানের ইনিংস খেলেন তিনি। তবে, অধিনায়ক ইউনুস খান কোনও ছাপ ফেলতে পারেননি। কারণ, মাত্র ৭ রানের মাথায় তাঁকে বোল্ড আউট করে দেন ইরফান পাঠান। পাকিস্তানের মিডল অর্ডার কার্যত ভারতীয় বোলারদের সামনে নাস্তানাবুদ হয়ে পড়ে। ১৮ রানের মাথায় রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন মিসবা উল হক। পরের দিকে সোহেল তনবীরের ৯ বলে ১৯ রানের সুবাধে ভদ্রস্থ জায়গায় পৌঁছয় পাকিস্তানের রান।
জবাবে ব্যাট করতে নেমে গোড়াতেই আর উত্থাপ্পার উইকেট হারিয়ে ফেলে ভারত। ব্যক্তিগত ১০ রানের মাথায় আউট হয়ে যান তিনি। তবে, ব্যাটে ঝড় তোলেন আম্বাতি রায়ুডু। ৩০ বলে ৫০ রান তোলেন তিনি। তাঁর লড়াকু ইনিংস ভারতের ভিত গড়ে দেয়। তবে, খুব তাড়াতাড়ি উইকেট খোওয়ান সুরেশ রায়নাও। ৪ রানের মাথায় আউট হন তিনি। ফলে, ম্যাচে প্রত্যাবর্তন করে পাকিস্তান। কিন্তু, রায়ুডু ও গুরকিরাত সিং মানের পার্টনারশিপ ভারতকে ট্রাকে নিয়ে আসে। গুরকিরাত ৩৩ বলে ৩৪ রান তোলেন। এরপর এসে হাল ধরেন ইউসুফ পাঠান। ১৬ বলে ৩০ রান তোলেন তিনি। যুবরাজ সিংহ করেন অপরাজিত ১৫ রান ও ইরফান পাঠান অপরাজিত ৫। ৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত।
ভাল চেষ্টা করেও ভারতের ব্যাটারদের থামাতে পারেননি পাকিস্তানি বোলাররা। ভাল বল করেন আমির ইয়ামিন। ৩ ওভারে ২৯ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।