নয়াদিল্লি : সদ্য বিশ্বকাপ জয় করে ফিরেছেন তাঁরা। টুর্নামেন্টে নিজেদের জাত চিনিয়েছেন। শুধু তা-ই নয়, ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ক্রিকেটার তাঁরা। তা সত্ত্বেও রোহিত শর্মা বা বিরাট কোহলিকে নিজের পছন্দের শীর্ষ তিন ব্যাটারের তালিকায় রাখছেন না প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংহ। ২০০৭ টি২০ বিশ্বকাপ ও ২০১১ একদিনের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য ভাজ্জির এই তালিকায় ভারত থেকে ঠাঁই হয়েছে শুধু একজনের। তিনি আর কেউ নন, কিংবদন্তি সচিন তেণ্ডুলকর। বাকি দু'জন হলেন- দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক কালিস ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওয় হরভজনকে জিজ্ঞাসা করা হয়, বিশ্বের সেরা তিন ব্যাটার কারা ? আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভাজ্জি বর্তমানে খেলা কোনও খেলোয়াড়দের পরিবর্তে বেছে নিলেন, তিন কিংবদন্তিকে। 


শুধু ভাজ্জিই নন, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আর উত্থাপ্পাও বেছে নেননি রোহিত বা বিরাটকে। তাঁর তালিকায় রয়েছেন- স্যার ভিভ রিচার্ডস, সচিন তেণ্ডুলকর ও লারা। প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চও বেছে নিয়েছেন- সচিন-লারাকে। তবে, তাঁর তৃতীয় পছন্দ হিসাবে রয়েছে- অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। ফিঞ্চ বলেন, 'নিশ্চিতভাবেই সচিনের যে রেকর্ড আছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটে রিকি পন্টিংয়ের যে অবদান আছে সেই কারণে এবং ক্রিকেটে বিনোদন জোড়ার জন্য লারাকে।' তবে, প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার সুরেশ রায়না তাঁর তালিকায় রাখছেন- রোহিত ও বিরাটকে এবং ইংল্যান্ডের ক্রিকেটার জো রুটকে। 


এদিকে সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ নিযুক্ত হয়েছেন গৌতম গম্ভীর। এজন্য এর আগে গম্ভীরকে তাঁর নতুন ইনিংসের জন্য অভিনন্দন জানিয়েছেন ভাজ্জি। হরভজন লেখেন, "আমি নিশ্চিত যে তোমার অভিজ্ঞতা, শক্তি, আবেগ, আগ্রাসন এবং প্রতিভা দলকে শ্রেষ্ঠত্বের পথে নিয়ে যাবে। আমার শুভেচ্ছা রইল। ভাল হোক, বন্ধু।" অন্যদিকে অনিল কুম্বলে বলেন, 'গৌতম গম্ভীরকে অভিনন্দন। শুভেচ্ছা জানাই।' গম্ভীরকে শুভেচ্ছা জানিয়েছেন আইপিএল ২০১৪য় তাঁর ট্রফি জয়ের ওপেনিং পার্টনার আর উত্থাপ্পাও। এক হ্যান্ডেলে তিনি লেখেন, 'অভিনন্দন ভাই। আপনার দক্ষ নির্দেশনায় পুরুষ দল উন্নতি করছে তা দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। নতুন ভূমিকার জন্য তোমাকে শুভকামনা। অনেক ভালবাসা, প্রচুর ভালবাসা।' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।