নয়া দিল্লি: বিয়ে মানেই ভুঁড়িভোজ, এলাহি আয়োজন থাকবে, মেনুর শুরু থেকে শেষে থাকবে জিভে জল আনা সব খাবার, এটাই স্বাভাবিক ভাবনায় হয়তো থাকে। কিন্তু সময় কিংবা সুযোগ সবার সবরকম থাকে না। তাই বলে কন্যাযাত্রীদের বাড়িতে গিয়ে মারধর? এমনই ঘটনা ঘটেছে। 


বিয়ের মেনু ছিল নিরামিষ। মেনুতে ছিল- পনির, পোলাও, বেশ কিছু তরকারি। কিন্তু এতেও মন ভরেনি বরযাত্রীদের। মাছ-মাংস কেন পাত্রীর বাড়ির বিয়ের মেনুতে নেই, এই নিয়ে বরযাত্রীরা তুমুল অশান্তি শুরু করে। মেনু দেখে এমনই ক্ষিপ্ত হয়ে ওঠেন বরযাত্রীরা, অভিযোগ যে তাঁরা কনের পরিবারের উপর লাথি ও ঘুষিও মারে। এমনকি লাঠি দিয়ে মারধর করে, এমন অভিযোগও উঠেছে। 


বিয়েতে নিরামিষ মেনু দেখে এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন বরযাত্রীরা যে তাঁরা অশান্তি অরেই ক্ষান্ত হননি বিয়েও বন্ধ করে দেন। বরকে নিয়ে বিয়ের অনুষ্ঠান ছেড়ে চলেও যান। এরপরই কনের পরিবার পুলিশের কাছে লাঞ্ছনা ও যৌতুকের অভিযোগ দায়ের করে। 


বৃহস্পতিবার, অভিষেক শর্মা দীনেশ শর্মার মেয়ে সুষমাকে বিয়ে করার জন্য দেওরিয়া জেলার আনন্দ নগর গ্রামে বিয়ের ব্যবস্থা করা হয়েছিল। সমস্ত কিছু পরিকল্পনা করা হচ্ছিল। মালাবদল করার সময়ই বরকে জানান হয় যে তার বিয়েতে নিরামিষ হয়েছে, এরপর অশান্তি বাধে। 


আরও পড়ুন, রেললাইন যেন পুকুর, জমা জলে খেলে বেড়াচ্ছে মাছেরা! ভাইরাল সেই ভিডিও


পুলিশের কাছে অভিযোগে পাত্রীর বাবা জানিয়েছেন, 'পাত্রের বাবা সুরেন্দ্র শর্মা এবং অন্যরা আমিষ খাবারের অভাব নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। আমি আপত্তি জানালে অভিষেক শর্মা, সুরেন্দ্র শর্মা, রামপ্রবেশ শর্মা, রাজকুমার এবং কিছু অজ্ঞাত লোক আমার পরিবারকে লাঠি দিয়ে মারতে শুরু করে।' 


ভাইরাল ভিডিওতে দেখা যায় বিয়ে বাড়ির মধ্যেই হাতাহাতি, ঘুষি মারা হচ্ছে এবং এমনকি চেয়ার ছুড়ে ফেলা হচ্ছে। দুই পরিবারের তর্কবিতর্কের ভিডিও ভাইরাল হয়েছে। 


অভিযোগে এও বলা হয়, যৌতুক হিসাবে একটি গাড়ি দেওয়া হয় পাত্রকে। এছাড়াও ৪.৫ লক্ষ টাকা এবং দুটি সোনার আংটিও দেওয়া হয়।                                                       


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে