ভারতীয় ক্রিকেটাররা সহ বহু সেলেব্রিটি বেশ কিছুদিন ধরে কোভিড-১৯ সংক্রমণ রুখতে চালু হওয়া লকডাউনের পরিস্থিতি মানিয়ে নেওয়ার ব্যাপারে সোস্যাল মিডিয়াকে হাতিয়ার করেছেন। সেখানে তাঁরা পরস্পরের সঙ্গে কথাবার্তা বলছেন, মতামতের আদানপ্রদান করছেন। এপ্রিলে এমনই এক সেশনে চাহালের টিকটক ভিডিও নিয়ে আপত্তিকর কটাক্ষ করেন যুবরাজ। চাহাল নিজের টিকটক ভিডিওতে সামিল করেন পরিবারের সদস্যদেরও। যুবরাজ চাহালের ঘরের লোকজনদের টিকটক ভিডিওতে নামানো নিয়ে কটাক্ষ করেন, এমনকী হাল্কা মেজাজে জাতপাতগন্ধী মন্তব্যও করেন তাঁর সম্পর্কে। তিনি চাহালকে 'ভাঙ্গি'( মেথর) বলে কটাক্ষ করেন। রোহিতকে যুবরাজের কথায় হাসতে দেখা যায়।
ভারতীয় প্রাক্তন অলরাউন্ডারের এমন আচরণের সোস্যাল মিডিয়ায় নিন্দা হলেও তিনি কোনও প্রতিক্রিয়া দেননি।
যুবরাজের সোস্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়া নতুন নয়। মার্চে তিনি ও আরেক প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ কোভিড-১৯ মোকাবিলায় প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির ফাউন্ডেশনকে মুক্ত হস্তে আর্থিক সাহায্য করার আহ্বান জানিয়েও সোস্য়াল মিডিয়ায় সমালোচিত হন। যদিও পরে তাঁরা জানিয়ে দেন, আফ্রিদির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে আপত্তিকর মন্তব্য দেখার পর তাঁর ফাউন্ডেশনকে সাহায্য করতে বলাটা ভুল হয়েছিল, মানছেন।