উল্লেখ্য,ভারতীয় দলে দীর্ঘ দিনের সহ খেলোয়াড় বীরেন্দ্র সহবাগের নামের ইংরেজি বানান ‘Virender’। হতে পারে দীর্ঘ দিনের সঙ্গীর নামের বানানের সঙ্গে নরেন্দ্র মোদীর নামের বানান গুলিয়ে ফেলেছেন তিনি! যাক, যা হওয়ার তো হয়েই গেছে।
চন্ডীগড়ে যুবিরে বিয়ের অনুষ্ঠান অনাড়ম্বর হবে বলেই জানা গেছে। ২৯ নভেম্বর ভারত ও ইংল্যান্ড দলের সদস্যরা টিম হোটেলে একটি অনুষ্ঠানে হাজির থাকতে পারেন। যুবি ও হ্যাজেলও ওই হোটেলেই অনুষ্ঠানটি করতে পারেন।
এরপর ৩০ নভেম্বর গুরদ্বারে বিয়ে হবে।তারপর গোয়াতেও ২ ডিসেম্বর হিন্দুমতে বিবাহ সম্পন্ন হবে। সঙ্গীত ও রিসেপশন অনুষ্ঠিত হবে দিল্লিতে আগামী ৫ ও ৭ ডিসেম্বর।