নয়াদিল্লি: করোনা ভাইরাস মোকাবিলায় শাহিদ আফ্রিদির ফাউন্ডেশনকে সাহায্য করার আবেদন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়া যুবরাজ সিংহ পাল্টা জবাব দিলেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি বুঝতে পারছি না, যাঁদের ঝুঁকি সবচেয়ে বেশি তাঁদের সাহায্য করার আবেদন জানিয়ে দেওয়া বার্তাকে কীভাবে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হচ্ছে। ওই বার্তার মাধ্যমে আমি শুধু এটাই নিশ্চিত করতে চেয়েছিলাম, যার যার নিজের দেশে যেন প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা করা হয়। কারও অনুভূতিতে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। আমি একজন ভারতীয় এবং সবসময় মানবতার পক্ষে থাকব। জয় হিন্দ।’

সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তার উদ্যোগ নিয়েছে আফ্রিদির ফাউন্ডেশন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক নিজে সাধারণ মানুষের মধ্যে স্যানিটাইজার, মাস্ক, সাবান বিলি করেছেন। তাঁর এই উদ্যোগেরই প্রশংসা করেছেন যুবরাজ ও হরভজন সিংহ। তাঁরা আফ্রিদির ফাউন্ডেশনকে অর্থসাহায্য করারও আর্জি জানান। কিন্তু এই কারণে তাঁদের সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। তারই জবাব দিলেন যুবরাজ।